ShareChat
click to see wallet page
search
★•• গল্পের নাম: এক মিটার দূরত্ব, সত্তর বছরের ব্যবধান ✍️ Atik একজন বৃদ্ধা আর একজন শিশু— দুজনেই মানুষ, তবু দাঁড়িয়ে আছে জীবনের দুই ভিন্ন প্রান্তে। পার্থক্য শুধু সময়ের— মাত্র এক মিটার উচ্চতা আর সত্তর বছরের ব্যবধান। শিশুটি সামনে তাকায়— বিস্ময়, স্বপ্ন আর সম্ভাবনার দিকে। তার চোখে ভবিষ্যৎ, শেখার আগ্রহ আর এগিয়ে যাওয়ার অদম্য তৃষ্ণা। আর বৃদ্ধা তাকায় পেছনে— স্মৃতি, হারানো সময় আর অপূর্ণ স্বপ্নের দিকে। তার চোখে ভয়— সামনের অনিশ্চিত দ্বারের জন্য। তার চোখে আক্ষেপ— যদি আরেকটু ভালোভাবে বাঁচা যেত! এই দুই চাহনির মাঝেই লুকিয়ে আছে জীবনের সত্য। একজন তাকায় আশায়, আরেকজন তাকায় আক্ষেপে। সময় খুব দ্রুত চলে যায়। আজ যে শিশু স্বপ্ন দেখে, কাল সে-ই বৃদ্ধ হয়ে অতীতের দিকে তাকাবে। তাই এখনই জীবনকে অর্থপূর্ণ করো। এমনভাবে বাঁচো— যেন একদিন পেছনে তাকিয়ে আফসোস করতে না হয়। জীবন দীর্ঘ নয়— অর্থপূর্ণ হওয়াই আসল। সময় চলে যায়, স্মৃতিই থেকে যায়। #মায়ের ভালোবাসা
মায়ের ভালোবাসা - ShareChat