#💖ভালোবাসা কোনো বাধা মানে না💑 #💕ভালোবাসা মানেই তুমি💑 #📝আমার কথা - আমার কবিতায়😊 #✍️লোক কবিতা✍️ #❤তোমার অপেক্ষায়💑 রাত জেগে জেগে কখনোই কারো সঙ্গে কথা বলার অভ্যাস তৈরি করবেন না। বিশ্বাস করুন, এই অভ্যাসটা খুব নিঃশব্দে গড়ে ওঠে, আর ভাঙতে গেলে ভীষণ কষ্ট দেয়।
একসময় দেখা যাবে—যার জন্য রাত জাগতেন, যার অপেক্ষায় ঘুম ভাঙতো,সে মানুষটা আর থাকবে না।
কিন্তু আপনার ঘুমহীন রাত, আপনার অভ্যাস, আপনার শূন্যতা সব ঠিকই থেকে যাবে।
রাত তখন আর শুধু রাত থাকে না, রাত হয়ে ওঠে স্মৃতির কারাগার। চুপচাপ মোবাইল হাতে বসে থাকা,
বারবার স্ক্রিন দেখা— এইসবই আপনাকে ধীরে ধীরে ভেঙে দিবে।
মানুষ বদলে যায়, কিন্তু অভ্যাস এত সহজে বদলায় না।
00:15

