তুমি কি জানো, কতটা কঠিন হয়ে ওঠে রাতগুলো তোমাকে ছাড়া? ঘুম আসে না ঠিকমতো, শুধু বিছানায় গড়িয়ে পড়া, ছাদের দিকে তাকিয়ে তোমার মুখ কল্পনা করা, আর মনে মনে ভাবা—এখন যদি তোমার কণ্ঠটা শুনতে পেতাম!
আমার মনে হয়, ভালোবাসা ঠিক এইরকমই—কারো অনুপস্থিতিতেও সে যেন তোমার সমস্ত জগৎ দখল করে নেয়।
তোমার প্রতি আমার অনুভবটা এতটা গভীর, যেটা ব্যাখ্যা করতে পারি না। কেউ যদি বলে, “কেন ভালোবাসো তাকে?”—আমি থেমে যাই। কারণ ভালোবাসার তো কোনো ব্যাখ্যা হয় না। এটা একটা অনুভব, যে অনুভবে আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি।
আমি জানি, আমাদের মাঝে অনেক সময় দূরত্ব এসে পড়ে। বাস্তবতা অনেক সময় কাঙ্ক্ষিত হয় না। কিন্তু আমি অপেক্ষা করতে জানি। আমি অপেক্ষা করতে চাই—তোমার জন্য। কারণ আমার কাছে তুমি অপেক্ষারও বেশি কিছু।
যদি কখনো দুঃখ দাও, তবুও ভালোবাসব। যদি ভুল বোঝ, তবুও পাশে থাকব। আমি চাই না নিখুঁত সম্পর্ক, আমি চাই সত্যিকারের ভালোবাসা—যেখানে তুমি থাকবে, আমি থাকব, আর মাঝখানে থাকবে নিঃশর্ত বিশ্বাস।
ভালোবাসি আজ, কাল, চিরকাল…
তোমার অপেক্ষায়
𝔼ℝ✍️ #হৃদয়ের কথা 😁😁😂 #💕ভালোবাসা মানেই তুমি💑 #🌹স্পেশাল প্রেমের শায়েরি💕


