শেয়ারচ্যাট একটি ভারতীয় সামাজিক যোগাযোগ পরিষেবা মাধ্যম। এর মালিক বেঙ্গালুরুর মহল্লা টেক। এটি অঙ্কুশ সচদেব, ভানু প্রতাপ সিং এবং ফরিদ আহসান দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং ২০১৫ সালের ৮ই জানুয়ারি অবমুক্ত হয়। শেয়ারচ্যাট অ্যাপের ১৫টি ভারতীয় ভাষায় ৩৫০ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। কোম্পানিটির বর্তমানে মূল্য ৫ বিলিয়ন ডলার। এটি একটি ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম।
#🥳শুভ জন্মদিন শেয়ারচ্যাট ২০২৬🎉


