ShareChat
click to see wallet page
search
#😄স্বামী স্ত্রীর মজার জোকস🤣
😄স্বামী স্ত্রীর মজার জোকস🤣 - একটি নৈশ পাটিতে জোর খানাপিনা চলছে] অংশগ্রহনকারী সকলেই অল্পবিস্তর বেসামাল] মাঝরাতের একটু পরে এক উদ্দেশ্য  করে বললেন; "আমি যদিও ভদ্রলোক বাকিদের অনেকগুলো পেগ খেয়েছি; তবুও একদম ঠিক আছি| কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি নিজের গাড়ি নিজে ড্রাইভ করবো নী; আমি ক্যাব বুক করেছি ওই যে গাড়ি এসে গেছে) ওতে চড়েই যাচ্ছি|" বলেই তিনি ক্যাবে উঠে চলে গেলেন] সবাই যখন তাঁর দায়িত্বশীলতার প্রশংসায় পঞ্চমুখ| তখন এক ভদ্রমহিলার চিৎকার চ্যাচামেচি শুনে প্রত্যেকেই চমকে উঠলেন| রাগে অগ্নিশর্মা হয়ে ভদ্রমহিলা বলছেন; "আরে) ও ট্যাক্সি ধরে কোথীয় চলে গেলো?" সকলে বুঝলো; ভদ্রমহিলা সেই ভদ্রলোকের স্ত্রী| সম্ভবতঃ নেশার ঝোঁকে স্ত্রীকে ফেলেই ভদ্রলোক বাড়ি ফিরে গেছেন] সকলে ভদ্রমহিলাকে সান্ত্বনা দিতে দিতে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিতে লাগলো] তাতে ভদ্রমহিলা আরোও রেগে গিয়়ে বললেন; "আরে) ধূর মশাই! পারটিটা তো আমাদের বাড়িতেই হচ্ছে| নেশার ঝোঁকে সব ভুলে এই রাতদুপুরে মাতালটী ট্যাক্সি চেপে কোথায় মরতে গেলো; কে জানে!" একটি নৈশ পাটিতে জোর খানাপিনা চলছে] অংশগ্রহনকারী সকলেই অল্পবিস্তর বেসামাল] মাঝরাতের একটু পরে এক উদ্দেশ্য  করে বললেন; "আমি যদিও ভদ্রলোক বাকিদের অনেকগুলো পেগ খেয়েছি; তবুও একদম ঠিক আছি| কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি নিজের গাড়ি নিজে ড্রাইভ করবো নী; আমি ক্যাব বুক করেছি ওই যে গাড়ি এসে গেছে) ওতে চড়েই যাচ্ছি|" বলেই তিনি ক্যাবে উঠে চলে গেলেন] সবাই যখন তাঁর দায়িত্বশীলতার প্রশংসায় পঞ্চমুখ| তখন এক ভদ্রমহিলার চিৎকার চ্যাচামেচি শুনে প্রত্যেকেই চমকে উঠলেন| রাগে অগ্নিশর্মা হয়ে ভদ্রমহিলা বলছেন; "আরে) ও ট্যাক্সি ধরে কোথীয় চলে গেলো?" সকলে বুঝলো; ভদ্রমহিলা সেই ভদ্রলোকের স্ত্রী| সম্ভবতঃ নেশার ঝোঁকে স্ত্রীকে ফেলেই ভদ্রলোক বাড়ি ফিরে গেছেন] সকলে ভদ্রমহিলাকে সান্ত্বনা দিতে দিতে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিতে লাগলো] তাতে ভদ্রমহিলা আরোও রেগে গিয়়ে বললেন; "আরে) ধূর মশাই! পারটিটা তো আমাদের বাড়িতেই হচ্ছে| নেশার ঝোঁকে সব ভুলে এই রাতদুপুরে মাতালটী ট্যাক্সি চেপে কোথায় মরতে গেলো; কে জানে!" - ShareChat