#🙏 🕉️ ওঁ নমঃ শিবায় 🕉️🙏 #হার হার মহাদেব #হার হার মহাদেব 🌻🙏 #জয় শিবশঙ্কর 🙏 . ⚜️🔔#হর_হর_মহাদেব_challenge🔔⚜️
#জয়_শিব_শঙ্কর_challenge ⛳🌿❤️
#ওঁম_নমঃ_শিবায়_challenge 🕉️🌿🚩
*─⊱✼ #হর_হর_মহাদেব ✼⊰─
✧════════•❁❀❁•════════✧
🧡⚜️🕉️ আজ সোমবার 05/01/2026 🕉️⚜️🧡
আজ পৌষ মাসের ২০ তারিখ ১৪৩২ সোমবার
✧════════•❁❀❁•════════✧
#শিবের_প্রণাম_মন্ত্র : -
নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায়হেতবে
নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বর ॥
✧════════•❁❀❁•════════✧
#পুষ্পাঞ্জলি_মন্ত্র : -
সচন্দন পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে এক, তিন অথবা পাঁচ বার অঞ্জলি দেবেন : -
ওঁ নমো শিবায় এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ । (তিনবার পাঠ করবেন)
✧════════•❁❀❁•════════✧
#রুদ্র_গায়েত্রী_মন্ত্র : -
ওম তৎপুরুষায় বিদ্মহে, মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ।।
✧════════•❁❀❁•════════✧
#মহামৃত্যুঞ্জয়_মন্ত্র : -
ॐ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্ ।
উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাত্ ।।
✧════════•❁❀❁•════════✧
#মহামৃত্যুঞ্জয়_গায়েত্রী_মন্ত্র : -
ওম হৌং জূং সঃ ওম ভূর্বুবঃ স্বঃ ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্ । উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাত্ ওম স্বঃ ভুবঃ ওম সঃ জূং হৌং ওম ।।
✧════════•❁❀❁•════════✧
#বীজমন্ত্রসহ_মহামৃত্যুঞ্জয়_মন্ত্র : -
ঔঁ হূম জূম স্বহা ঔঁ ত্রৈয়ম্বকম্ য়জামহে সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্ । উর্বারূকমিব বন্ধনাম্ মৃত্যুরমোক্ষিয় মামৃতাত ॥ ঔঁ স্বহা জূম হূম ঔঁ
✧════════•❁❀❁•════════✧
#অনুবাদ অর্থ : -
যার তিনটি নেত্র রয়েছে যিনি জগতের লালন পালন করেন । তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন । ঠিক যেমন একটি শশা পরিপক্ব হয়ে তার শাখা প্রশাখার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় । ঠিক তেমনই আমরা যখন জ্ঞানের আলোকে পরিপক্ব হয়ে উঠব তখন যেন আমরা মুক্তি লাভ থেকে বঞ্চিত না হই অর্থাৎ মোক্ষলাভ করতে পারি ।
✧════════•❁❀❁•════════✧
#মন্ত্র : - "ওঁ হৌং ঈশানায় নমোঃ"
দুধ দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে ।
✧════════•❁❀❁•════════✧
#অর্ঘ্য_মন্ত্র : -
ওঁ শিবরাত্রি ব্রতং দেব পূজাজপপরায়ণঃ ।
করোমি বিধিবত্তং গৃহাণার্ঘ্যং মহেশ্বরঃ ।।
✧════════•❁❀❁•════════✧
#জয়_মহাকাল 🪷🌿🚩
✧════════•❁❀❁•════════✧
#শিবের_ক্ষমা_প্রার্থনা : -
আবাহনং ন জানামি নৈব জানামি পুজনং ।
বিসর্জ্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর ॥
তুমি মঙ্গল স্বরূপ তোমাকে প্ৰণাম । তুমি শান্তমূৰ্ত্তি, তুমি বিবিধ কারণের হেতু; হে পরমেশ্বর আমি তোমাকে আত্মনিবেদন করিতেছি তুমিই আমার গতি ।
00:24

