ShareChat
click to see wallet page
search
#তুলসী পূজন দিবসের শুভেচ্ছা # #শুভ তুলসী পূজন দিবস 🙏 #শুভ তুলসী পূজন দিবস #🙏🌿তুলসী পূজন দিবস🌿🙏 🌺আজ ২৫শে ডিসেম্বর, শুভ তুলসী পূজন দিবস। অাসুন, গর্বের সাথে নিজ ধর্ম -সংস্কৃতি পালন করি এবং সন্ধ্যায় তুলসী তলায় প্রণাম, সন্ধ্যারতি ও প্রদীপ প্রজ্জ্বলিত করি। শুভ তুলসী জয়ন্তী।🌺 🌼তুলসী হলো ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয়। তুলসী ছাড়া শ্রীনারায়ণ পূজো বা শ্রীকৃষ্ণের পূজো হয়না। "স্কন্দ পুরাণ" আর "পদ্ম পুরাণে" বলা হয়েছে - যেই বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ি তীর্থে পরিণত হয়। "গড়ুর পুরাণে" বলা হয়েছে - "তুলসী গাছ রোপন, দান ও তুলসী গাছের যত্ন নিলে মানুষের পূর্ব জন্মের পাপ ক্ষয় হয়।" এছাড়া তুলসী দুষিত বাতাসকে শুদ্ধ করে এবং মনকে শান্তি ও তৃপ্তি প্রদান করে। এই তুলসী পাতার রস বহু রোগের নিরাময় করে, এর থেকে আমরা বেঁচে থাকার উপাদান হিসেবে অক্সিজেনের পরিমান অনেক বোশি পেয়ে থাকি। এতোগুনের অধিকারী হওয়া এবং আধ্যাত্মিক কারনে প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ দেখা যায়। বলা হয়, যে বাড়িতে একটা তুলসী গাছও নেই, সেই বাড়ি সম্পূর্ণ নয়, মাতা লক্ষ্মীও সেই বাড়িতে বিরাজ করেন না।🌼 🌻আসুন জেনে নেই তুলসীদেবীর প্রণাম, স্তুতি, পুজো, নামাষ্টক, জল নিবেদন, স্নানদান, চয়ন ও ক্ষমাপ্রার্থনা মন্ত্র:-🌻 🌺তুলসীর প্রণাম মন্ত্র –🌺 বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ। বিষ্ণুভক্তি-প্রদায়িন্যৈ সত্যবত্যৈ নমো নমঃ।। 🌼তুলসী স্তুতি মন্ত্র_🌼 দেবী ত্বং নির্মিতা পূর্বমর্চিতাসি মুনীশ্বরৈঃ নমো নমস্তে তুলসী পাপং হর হরিপ্রিয়ে।। 🌺তুলসী পুজোর মন্ত্র-🌺 তুলসী শ্রীর্মহালক্ষ্মীর্বিদ্যাবিদ্যা যশস্বিনী। ধর্ম্যা ধর্মাননা দেবী দেবীদেবমনঃ প্রিয়া।। লভতে সুতরাং ভক্তিমন্তে বিষ্ণুপদং লভেৎ। তুলসী ভূর্মহালক্ষ্মী পদ্মিনী শ্রীর্হরপ্রিয়া।। 🌻তুলসী নামাষ্টক মন্ত্র-🌻 বৃন্দা বৃন্দাবনী বিশ্বপূজিতা বিশ্বপাবনী। পুষ্পসারা নন্দনীয় তুলসী কৃষ্ণ জীবনী।। এতভামাংষ্টক চৈব স্ত্রোতং নামর্থং সংয়ুতম। যঃ পঠেত তাংচ সম্পূজ্য সৌশ্রমেঘ ফলংলমেতা।। 🌼তুলসী গাছের জল নিবেদনের মন্ত্রঃ-🌼 মন্ত্র- 'মহাপ্রসাদ জননী, সর্বসৌভাগ্যবর্ধিনী, আধি ব্যাধি হরা নিত্য, তুলসী ত্বং নমোস্তুতে।' 🌺তুলসী গাছের স্নানদান মন্ত্রঃ-🌺 মন্ত্র: ‘নমঃ তুলসী কল্যাণী নমো বিষ্ণুপ্রিয়ে শুভে। নমো মোক্ষপ্রদে দেবী নমঃ সম্পৎপ্রদায়িকে’। 🌺তুলসী চয়নমন্ত্ৰ—🌼 ওঁ তুলস্তমৃতনামাসি সদা ত্বং কেশর প্রিয়ে ৷ কেশরার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে ॥ ত্বদঙ্গসস্তবৈঃ পত্ৰৈঃ পূজয়ামি যথা হরিম্ । তথা কুরু পবিত্রাঙ্গি কলে মলবিনাশিনি।। 🌼তুলসীদেবীর কাছে ক্ষমা প্রর্থনা মন্ত্র-🌼 “”চয়নোদ্ভবদুঃখং চ যদ্ হৃদি তব বর্ততে। তত্‍ ক্ষমস্ব জগন্মাতঃ বৃন্দাদেবী নমোহস্ততে॥”” 🌺তুলসী মন্ত্র জপ করার আগে এ বিষয়ে লক্ষ্য রাখুন ১. তুলসী মন্ত্র জপ করার আগে নিজের ইষ্ট দেবতার পুজো করুন। তার পরই তুলসী মন্ত্র জপ করবেন। ২. তুলসী মন্ত্র জপ করার আগে তুলসীকে প্রণাম করুন। তার পর তুলসী গাছে শুদ্ধ জল অর্পণ করবেন। ৩. এর পর তুলসীর শৃঙ্গার করতে ভুলবেন না। হলুদ ও সিঁদূর দিয়ে তুলসীর শৃঙ্গার করুন। এর পর তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি প্রজ্জ্বলিত করুন। ৪. সাতবার তুলসীর পরিক্রমা করে উপরিউক্ত মন্ত্র জপ করবেন। শেষে তুলসীকে স্পর্শ করে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করুন।🌺 সকলের সুখ-সমৃদ্ধি ও আরোগ্য কামনা করে শুভ তুলসী পূজন দিবসের শুভেচ্ছা রইলো। 🙏
তুলসী পূজন দিবসের শুভেচ্ছা # - S&B S&B - ShareChat