#👑কিং কোহলির বিরাট সেঞ্চুরি🔥👑 বিরাট কোহলি ৮৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেছেন।
সক্রিয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি 👇
৮৫ - কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে।
৭১ - কোহলি দ্বিপাক্ষিক সিরিজে।
৬৯ - কোহলি গত দশকে।
৬৬ - কোহলি এমআরএফ ব্যাটে।
৬০ - জো রুট।
৫৯ - কোহলি জেতা ম্যাচে।
৫৭ - কোহলি বছরের দ্বিতীয়ার্ধে।
৫৬ - কোহলি এশিয়ার মধ্যে।
৫৬ - কোহলি বিশ্বকাপ জয়ী দলগুলোর বিপক্ষে।
৫৫ - কোহলি সীমিত ওভারের ক্রিকেটে।
৫৪ - কোহলি ওয়ানডেতে।
৫২ - কোহলি অবিবাহিত থাকাকালীন।
৫০ - রোহিত শর্মা।
৪৯ - স্টিভেন স্মিথ।
৪৯ - কোহলি টস হারা ম্যাচে।
৪৯ - কোহলি দিবা-রাত্রির ম্যাচে।
৪৮ - কেন উইলিয়ামসন।
৪৮ - কোহলি সাহারা/ওপ্পো জার্সিতে।
৪৭ - কোহলি বিভিন্ন ভেন্যুতে।
৪৭ - কোহলি ৩ নম্বর পজিশনে।
৪৬ - কোহলি প্রথম ফিল্ডিং করার সময়।
৪৫ - কোহলি সেনা (SENA) দলগুলোর বিপক্ষে।
৪৪ - কোহলি অ্যাওয়ে ম্যাচে।
৪৪ - কোহলি অধিনায়ক না থাকাকালীন।
৪১ - কোহলি অধিনায়ক হিসেবে।
৪১ - কোহলি ঘরের মাঠে।
৩৯ - কোহলি প্রথম ব্যাটিং করার সময়।
৩৮ - কোহলি ১০০+ স্ট্রাইক রেটে।
৩৮ - কোহলি ৩০ রানের আগে ক্রিজে নেমে।
৩৭ - কোহলি সপ্তাহান্তে।
৩৬ - কোহলি টস জেতা ম্যাচে।
৩৫ - কোহলি দিনের ম্যাচে।
৩৩ - কোহলি বিয়ের পর।
৩৩ - কোহলি ৪ নম্বর পজিশনে।
৩২ - বাবর আজম।
কি বলবে বলুন !!!


