ShareChat
click to see wallet page
search
#💔একাকিত্ব জীবন💔
💔একাকিত্ব জীবন💔 - নিজের ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসে এটা দেখার মতো জঘন্য অনুভূতি আর কোনটা হতে পারে না! @মাঝে মাঝে মনে হয় পাথর হয়ে যাক; যাতে আর বুকটা অনুভূতি কাজ না করে] যাকে পাওয়ার জন্য কোনো প্রতিদিন প্রার্থনা করেছি, যাকে নিয়ে হাজারটা নির্ঘুম রাত  কাটিয়েছি-আজ সেই অন্য কারো হাত ধরে সুখের মানুষটিই স্বপ্ন বুনছে| যখন অন্য কারো দিকে তাকিয়ে আমার সবচেয়ে প্রিয় মুখটা সেই একই মায়াবী হাসি হাসে, যা একসময় শুধু আমার ছিল, তখন মনে হয় পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। এই দৃশ্যটা দেখা যেন জীবন্ত অবস্থায় নিজের কলিজা ছিঁড়ে ফেলার  মতো কষ্টদায়ক] নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় আর তুচ্ছ মানুষ বলে মনে হয় | ঘৃণা করতে চাইলেও পারি না, কারণ 46 ওই মানুষটার প্রতি মায়াটা আজও কমেনি| এই অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটা যেন মৃত্যুর চেয়েও বেশি কঠিন ! নিজের ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসে এটা দেখার মতো জঘন্য অনুভূতি আর কোনটা হতে পারে না! @মাঝে মাঝে মনে হয় পাথর হয়ে যাক; যাতে আর বুকটা অনুভূতি কাজ না করে] যাকে পাওয়ার জন্য কোনো প্রতিদিন প্রার্থনা করেছি, যাকে নিয়ে হাজারটা নির্ঘুম রাত  কাটিয়েছি-আজ সেই অন্য কারো হাত ধরে সুখের মানুষটিই স্বপ্ন বুনছে| যখন অন্য কারো দিকে তাকিয়ে আমার সবচেয়ে প্রিয় মুখটা সেই একই মায়াবী হাসি হাসে, যা একসময় শুধু আমার ছিল, তখন মনে হয় পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। এই দৃশ্যটা দেখা যেন জীবন্ত অবস্থায় নিজের কলিজা ছিঁড়ে ফেলার  মতো কষ্টদায়ক] নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় আর তুচ্ছ মানুষ বলে মনে হয় | ঘৃণা করতে চাইলেও পারি না, কারণ 46 ওই মানুষটার প্রতি মায়াটা আজও কমেনি| এই অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটা যেন মৃত্যুর চেয়েও বেশি কঠিন ! - ShareChat