পৃথিবীতে সেই-ই
সবচেয়ে সুখী মানুষ,
যার প্রিয়জন তাকে বুঝতে পারে..!!
কারণ বোঝা মানে শুধু কথা শোনা নয়—
বোঝা মানে চোখের আড়ালে জমে থাকা নীরব কষ্টটা টের পাওয়া।
বোঝা মানে হাসির আড়ালে লুকিয়ে থাকা ক্লান্তিটুকু চিনে নেওয়া।
সবাই ভালোবাসতে পারে,
কিন্তু খুব কম মানুষই বোঝে।
ভালোবাসা অনেক সময় উচ্চস্বরে হয়,
কিন্তু বোঝা—সবসময় নীরব।
যে মানুষটা কোনো প্রশ্ন না করেই বুঝে যায়,
আজ মনটা ভারী…
যে মানুষটা তর্ক না করে পাশে বসে থাকে,
যখন শব্দের চেয়ে নীরবতাই বেশি দরকার—
সেই মানুষটাই আসলে আশ্রয়।
আমি অনুজ এটা বুঝি—
ভালোবাসা টিকে থাকে প্রতিশ্রুতিতে নয়,
টিকে থাকে বোঝাপড়ায়।
কারণ না-বলা কথাগুলো যে শুনতে পারে,
সে কখনো একা থাকতে দেয় না।
অনুজের জীবনে এমন সময় এসেছে,
যখন কেউ হাত ধরেনি,
শুধু বুঝে নিয়েছিল—
এই মানুষটার এখন শক্ত করে ধরা দরকার।
সেই একটুকু বোঝাই
হাজারটা ভালোবাসার চেয়েও বেশি হয়ে উঠেছিল।
রবীন্দ্রনাথ যেন তাই বলেছিলেন—
“ভালোবাসা মানে কাছে আসা নয়,
ভালোবাসা মানে বুঝে নেওয়া।”
এই বোঝাটুকুই মানুষের জীবনে
সবচেয়ে বড় সৌভাগ্য।
কারণ যে মানুষটা বোঝে,
সে কখনো বদলে যেতে বলে না,
সে শুধু বলে—
আমি আছি।
আর পৃথিবীতে এর চেয়ে বড় সুখ
আর কিছু হয় না।
— অনুজ কুমার পাল
#ভালোবাসা #বোঝাপড়া #নীরবভালোবাসা #অনুভূতি #মানুষ #সম্পর্ক #অনুজ #AnujKumarPal #EmotionalWriting #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise


