#🙋♂️Hello🙋♂️ #🌞সুপ্রভাত☀️ বন্ধুগণ, নিয়ে এলাম আজের প্রথম #Photography #art আর একটি sort of #📝কবিতা 🖊 take a look –
হোক বা না হোক—
আজ সূর্য উদয়,
আমি আজ যাবো না।
হয়ে যাক শহরে
তুষারপাত,
তবুও যাবো না।
আজ তোমায় ছেড়ে
আমি যাবো না কোথাও—
কারণ শীত করছে আমার।
তুমি আরও আমায়
জড়িয়ে ধরো,
খুব শীত করছে আমার।


