📚📚 যমপুরী ও ধর্মরাজের বিচারসভা 📚📚
মৃত্যুর পর বৈতরণী নদী ও ১৬টি ভয়ঙ্কর নগর পার করে দীর্ঘ ৪৭ দিন পরে জীবাত্মা পৌঁছায় যমপুরীতে।
বিশাল প্রাচীরবেষ্টিত এই যমপুরীর রয়েছে চারটি প্রধান দরজা।
শ্রীবিষ্ণু গরুড়কে বললেন—
🕉️ “যমপুরী পুণ্যবানদের কাছে সুন্দর, কিন্তু পাপীদের জন্য তা ভয়ের কারণ।”
🎵 সেখানে গন্ধর্ব-অপ্সরাদের গান বাজে,
🌸 সাধু-সন্তরা সম্মানিত হন,
😨 আর পাপীরা প্রবেশ করলেই ভয়ে কাঁপতে থাকে।
🪔 যমরাজের দ্বার ও চিত্রগুপ্তের খাতা 🪔
যমপুরীর প্রধান ফটকে দাঁড়িয়ে আছেন ভয়ঙ্কর যমদূতরা।
আত্মাকে নিয়ে যাওয়া হয় বিচারসভায়—
সেখানে সিংহাসনে বসে আছেন চিত্রগুপ্ত, যমরাজের প্রধান হিসাবরক্ষক।
📖 তাঁর কাছে থাকে ‘অগ্রসন্দানী’ নামক বিশাল খাতা—
যেখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কর্মের নিখুঁত হিসাব লেখা থাকে।
📜
চিত্রগুপ্তো মহাপ্রাজ্ঞঃ সর্বশাস্ত্রবিশারদঃ।
গণয়ত্যুভয়ং রাশিং পাপং পুণ্যং চ সর্বদা ॥
👁️ লুকানো পাপের সাক্ষী কারা? 👁️
মানুষ ভাবে— “কেউ তো দেখেনি!”
কিন্তু যমরাজ বলেন— ১৪ জন সাক্ষী সবসময় উপস্থিত থাকে।
☀️ সূর্য
🔥 অগ্নি
🌌 আকাশ
🌬️ বাতাস
🌙 চন্দ্র
🌆 সন্ধ্যা
🌞 দিন
🌑 রাত
🧭 দিকসমূহ
⏳ কাল (সময়)
⚖️ স্বয়ং ধর্ম
📜
সূর্যোহগ্নিঃ খং মরদ্দেবঃ সোমঃ সন্ধ্যা হ্যহঃ ক্ষপা।
দিশশ্চ কালঃ ধর্মশ্চ সর্বে সাক্ষ্যপ্রদায়িনঃ ॥
সব সাক্ষ্য শুনে পাপী আত্মা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে… 😔
⚖️ ধর্মরাজ যমের দুই রূপ ⚖️
🔴 পাপীদের জন্য ভয়ঙ্কর রূপ
প্রলয়মেঘের মতো গর্জন,
🔥 অগ্নির মতো চোখ,
🪓 হাতে দণ্ড,
🐃 মহিষে আরূঢ় ভয়ংকর দর্শন—
পাপী আত্মা ভয়ে মূর্ছিত হয়ে যায়।
🟢 পুণ্যবানদের জন্য সৌম্য রূপ
😊 মুখে মৃদু হাসি,
💎 রত্নখচিত অলঙ্কার,
🤍 ‘বন্ধু’ বলে সম্বোধন—
যমরাজ তখন বিষ্ণুর মতোই সৌম্য।
🏛️ বিচারের রায়— স্বর্গ না নরক? 🏛️
🔥 পাপীদের জন্য
কুম্ভীপাক নরক,
অসিপত্রবনের যন্ত্রণা—
আত্মার আর্তনাদ—
“হা দৈব! আমি কেন পাপ করলাম!” 😭
🌺 পুণ্যবানদের জন্য
দিব্য বিমান আসে,
গন্ধর্বদের গান বাজে,
স্বর্গের সুখ ভোগের অনুমতি মেলে। ✨
📿 চিরন্তন শিক্ষা — কর্মফল অমোঘ 📿
📜
অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম্।
নাভুক্তং ক্ষীয়তে কর্ম কল্পকোটিশতৈরপি ॥
👉 কৃত শুভ বা অশুভ কর্মের ফল ভোগ করতেই হবে।
👉 শত কোটি কল্প পেরোলেও কর্মফল নষ্ট হয় না।
🙏 আসুন দেরি না করে এখনই ঈশ্বরজ্ঞানের পথে এগিয়ে যাই 🙏
🪔 মহামন্ত্র জপ করে মানব জীবন ধন্য করি 🪔
🌸
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।। #🙂ভক্তির সকাল😇 #🙂সনাতন ধর্ম🙏 #শ্রীমত ভাগবত গীতা 🙏 #❤জীবনের কোটস 🖋


