রেকর্ড ঠান্ডার পর রাজ্যজুড়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনের হাড়কাঁপানো ঠান্ডা কমে যাওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি এবার সময়ের আগেই বিদায় নিচ্ছে শীত? আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।এবছর রেকর্ড করা ঠান্ডা উপভোগ করেছে রাজ্যবাসী।কনকনে ঠান্ডায় কার্যত গৃহবন্দি ছিলেন অনেকে। ডিসেম্বরের শেষ দিক থেকে বাড়তে শুরু করে ঠান্ডা। এবর কলকাতার তাপমাত্রা নেমেছিল প্রায় ১০ ডিগ্রিতে। তবে, শেষ ২-৩দিন ধরে ফের বদল হচ্ছে আবহাওয়া।
হাড়কাঁপানি সেই ঠান্ডা আর অনুভূত হচ্ছে না গত কদিন ধরে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি এবারের মতো বিদায় নিতে চলেছে তীব্র শীত? এবার নিয়েনিয়ে পূর্বাভাস দিল IMD।
চলতি সপ্তাহ থেকে কমতে চলছে ঠান্ডা। 'মাঘের শীত বাঘের গায়ে' এই প্রবাদ কার্যকর হচ্ছে না এবছর। এবার রাজ্যে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস।আগামী পাঁচ দিন বাড়বে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার। কম ঘন থেকে মাঝারি কুয়াশা থাকবে অন্যান্য রাজ্যে। এরই সঙ্গে রবিবার থেকে কমবে পারদ।উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা-তে শনিবার, রবিবার দার্জিলিং, কোচবিহার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশ পড়বে কুয়াশা। #📰দেশের আপডেট📰 #📰রাজ্যের আপডেট📰 #📰আবহাওয়ার আপডেট📰 #📈লেটেস্ট আপডেট📰


