মন দিয়ে ভালোবাসলে চোখ দিয়ে পানি তো পরবেই—
কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শুকনো হয় না।
তার ভেতরে লুকিয়ে থাকে ভয়, হারানোর আশঙ্কা, অপেক্ষার দীর্ঘশ্বাস,
আর এমন এক টান, যা মানুষকে ভিতর থেকে নরম করে দেয়।
যে মানুষ কাঁদতে জানে না,
সে আসলে পুরোটা দিয়ে ভালোবাসতেও জানে না।
ভালোবাসা মানে শুধু হাসি না,
ভালোবাসা মানে কারও কথা ভাবতে ভাবতে
হঠাৎ বুকের ভেতরটা ভারী হয়ে আসা।
কেউ দেখেনা সেই মুহূর্ত—
যখন রাতের অন্ধকারে মানুষটা চুপচাপ শুয়ে থাকে,
মোবাইলের আলো নিভে যাওয়ার পরেও
কাউকে ভেবে যায়…
কথা না বলা কিছু কথা বুকের মধ্যে ঘুরতেই থাকে।
চোখের পানি দুর্বলতার চিহ্ন না,
এটা প্রমাণ যে হৃদয় এখনো জীবিত।
যে ভালোবাসে, সে আঘাত পায়।
যে আঘাত পায়, সে কাঁদে।
আর যে কাঁদে, সে ভেতর থেকে সত্যি ছিল।
অনেকেই বলে—
“এত ইমোশনাল হলে কষ্ট পেতে হবে।”
হ্যাঁ, কষ্ট তো হবেই।
কিন্তু পাথরের মতো বেঁচে থাকার চেয়ে
কিছু মানুষের জন্য নরম হয়ে যাওয়া অনেক সুন্দর।
কারণ দিন শেষে
আমরা কেউই মনে রাখি না
কত টাকা রোজগার করেছিলাম,
মনে থাকে—
কাকে হারিয়েছি,
কে আমাদের ছেড়ে গেছে,
আর কার জন্য একদিন চোখ ভিজেছিল।
ভালোবাসা মানুষকে ভাঙে,
আবার সেই ভালোবাসাই মানুষকে গভীর করে।
যে কাঁদতে জানে, সে অনুভব করতে জানে।
আর যে অনুভব করতে জানে,
সে কখনো পুরোপুরি একা না।
আমি অনুজ এটা বুঝি—
ভালোবাসার অশ্রু লজ্জার না,
এটা হৃদয়ের স্বাক্ষর।
যার চোখ শুকনো, তার ভেতরটা অনেক সময় মরুভূমি।
আর যার চোখ ভিজে,
তার ভেতরে এখনো নদী বয়ে যায়।
তাই কেউ যদি ভালোবেসে কাঁদে,
তাকে দুর্বল ভেবো না—
সে শুধু সত্যি ছিল।
সে অভিনয় করেনি।
সে হৃদয় দিয়ে মানুষকে জায়গা দিয়েছিল।
আর হৃদয় দিয়ে জায়গা দিলে
চোখ দিয়ে পানি তো পড়বেই…
— অনুজ কুমার পাল
#ভালোবাসা #অশ্রু #হৃদয়েরকথা #নিঃশব্দব্যথা #মানুষেরঅনুভূতি #EmotionalTruth #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭


