ShareChat
click to see wallet page
search
#🙂ভক্তি😊 শ্রীশ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি 🌼 আজকে পঞ্চতত্ত্বের অন্যতম ভগবান মহাবিষ্ণুর অবতার, শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম অঙ্গ—গৌর আনা ঠাকুর শ্রীশ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি। এই পবিত্র তিথি বৈষ্ণব জগতে গভীর শ্রদ্ধা ও ভক্তির সাথে পালিত হয়। শ্রী অদ্বৈত আচার্য প্রভু তাঁর করুণাময় আহ্বান ও অশ্রুধারায় শালগ্রাম শিলার পূজা ও গঙ্গাজলের অর্চনার মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুকে এই ধরাধামে অবতীর্ণ হতে আহ্বান করেছিলেন। পতিত জীবের উদ্ধার ও ভক্তিধর্ম প্রচারের জন্য তাঁর ভূমিকা অনন্য ও চিরস্মরণীয়। তিনি পঞ্চতত্ত্বের মধ্যে ভক্ত-অবতার হিসেবে আমাদের শিক্ষা দেন—নম্রতা, বৈরাগ্য ও নিখাদ ভক্তির মাধ্যমে কীভাবে ভগবানের কৃপা লাভ করা যায়। তাঁর জীবন ও আদর্শ আমাদের নিত্য সাধনা ও ভক্তিজীবনে আলোকবর্তিকা স্বরূপ। 📿 এই পবিত্র তিথিতে দুপুর ১২টা পর্যন্ত উপবাস পালন করা হয়। আসুন, আমরা সকলে ভক্তিসহকারে হরিনাম সংকীর্তন, শাস্ত্র পাঠ ও প্রভুর চরণে প্রার্থনার মাধ্যমে এই শুভ দিনটি যথাযথভাবে উদযাপন করি 🙏 শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কৃপায় আমাদের হৃদয়ে চিরস্থায়ীভাবে ভক্তির প্রদীপ প্রজ্জ্বলিত হোক। জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভু! জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু! 🌺 জয় শ্রীল প্রভুপাদ
🙂ভক্তি😊 - ShareChat