ShareChat
click to see wallet page
search
#চা বাগানের সন্তান থেকে প্রজন্মের পথপ্রদর্শক: শ্রী পবিত্র কেশবের - গীতা-ভাগবত যাত্রা🌸❤️🙏 পূর্ববঙ্গের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার চা বাগান অঞ্চল থেকে উঠে আসা এক উদীয়মান তরুণ প্রজন্মের ধর্মীয় প্রবক্তা হলেন শ্রী পবিত্র কেশব। তিনি নিজেও একজন চা বাগানের সন্তান—যার জীবনের শেকড় জড়িয়ে আছে সবুজ চা বাগানের মাটির সাথে। শ্রী পবিত্র কেশব সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা বাগানে নিয়মিতভাবে সংগীতময় ভাগবত পাঠ ও গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় চেতনা ছড়িয়ে দিচ্ছেন। তাঁর হৃদয়স্পর্শী কণ্ঠ, সহজ ব্যাখ্যা ও সুললিত পরিবেশনা চা বাগানের সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মনে গভীর প্রভাব ফেলছে। গীতার দর্শনকে সহজ ও প্রাণবন্তভাবে উপস্থাপনের মাধ্যমে তিনি শিশুদের গীতা শিক্ষায় আগ্রহী করে তুলছেন এবং অভিভাবকদের তাদের সন্তানদের গীতা স্কুলে পাঠাতে উদ্বুদ্ধ করছেন। চা বাগানের ভেতর থেকেই ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই নিরলস প্রয়াসে শ্রী পবিত্র কেশব আজ এক আশার নাম—এক আলোকবর্তিকা, যিনি শিকড় থেকে উঠে এসে ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথে পরিচালিত করছেন।
চা বাগানের সন্তান থেকে প্রজন্মের পথপ্রদর্শক: - নতুন প্রজন্মের কণ্ঠস্বর চা বাগানের সন্তান থেকে প্রজন্মের পথপ্রদর্শক: শ্রী পবিত্র কেশবের গীতা-ভাগবত যাত্রা নতুন প্রজন্মের কণ্ঠস্বর চা বাগানের সন্তান থেকে প্রজন্মের পথপ্রদর্শক: শ্রী পবিত্র কেশবের গীতা-ভাগবত যাত্রা - ShareChat