ShareChat
click to see wallet page
search
#বিয়োগান্তক
বিয়োগান্তক - একদিন আমি থাকবো না; তবুও এই শহর চলবে নিজের মতো করে| মানুষ হাঁটবে, কথা বলবে, হাঁটবে, আমার নাম কেউ উচ্চারন করবে না I হাঁটতাম একসময় যে পথ ধরে সেই পথও হারাবে আমার চলার চিহ্ন। বৃষ্টির দিনে জানালায় থেমে থাকা ফোঁটার মতো ধীরে আমার স্মৃতি ধীরে হারিয়ে যাবে | আমার না থাকায় আকাশে উঠবে নতুন চাঁদ, নতুন গল্পে মানুষ হাসবে কাঁদবে, সবকিছু আগের মতোই থাকবে . শুধু আমি আর থাকবো না কোথাও! তবুও হয়তো কোনো এক রাতে; কারো মনে হালকা কষ্ট জাগবে; আমার নাম মৃদু করে মনে পড়বে, তারপর সে-ও চোখ বন্ধ করে ফেলবে | কারন, এই পৃথিবীতে সবকিছু ফেরে; শুধু মানুষ ফেরে না-- মানুষের ফেরার নিয়ম নেই! একদিন আমি থাকবো না; তবুও এই শহর চলবে নিজের মতো করে| মানুষ হাঁটবে, কথা বলবে, হাঁটবে, আমার নাম কেউ উচ্চারন করবে না I হাঁটতাম একসময় যে পথ ধরে সেই পথও হারাবে আমার চলার চিহ্ন। বৃষ্টির দিনে জানালায় থেমে থাকা ফোঁটার মতো ধীরে আমার স্মৃতি ধীরে হারিয়ে যাবে | আমার না থাকায় আকাশে উঠবে নতুন চাঁদ, নতুন গল্পে মানুষ হাসবে কাঁদবে, সবকিছু আগের মতোই থাকবে . শুধু আমি আর থাকবো না কোথাও! তবুও হয়তো কোনো এক রাতে; কারো মনে হালকা কষ্ট জাগবে; আমার নাম মৃদু করে মনে পড়বে, তারপর সে-ও চোখ বন্ধ করে ফেলবে | কারন, এই পৃথিবীতে সবকিছু ফেরে; শুধু মানুষ ফেরে না-- মানুষের ফেরার নিয়ম নেই! - ShareChat