"স্বর্গের ঐশ্বরিক সুন্দরী কুমারীদের মধ্যে, আমি কেবল তোমাকেই চাই।'
মির্জা গালিব একবার লিখেছিলেন প্রেম নিয়ে এমনভাবে,
যেখানে ভালোবাসা শরীরের সীমা ছাড়িয়ে আত্মার ভেতর গিয়ে বাসা বাঁধে।
তিনি শিখিয়েছেন—
প্রিয় মানুষ মানে কেবল সৌন্দর্য নয়,
প্রিয় মানুষ মানে সেই হৃদয়
যার কাছে নিজের ভাঙাচোরা দিকটাও লুকাতে হয় না।
সেই শ্রদ্ধা রেখেই বলছি—
স্বর্গের ঐশ্বরিক সুন্দরী কুমারীদের ভিড়েও
আমার চোখ খুঁজে বেড়ায় শুধু একজন মানুষকে।
কারণ রূপ আমাকে টানে না,
আমাকে টানে সেই ক্লান্ত চোখ
যে সারাদিন শক্ত থাকার অভিনয় করে।
হয়তো স্বর্গের নারীরা নিখুঁত—
তাদের চোখের নিচে কালি নেই,
তাদের কণ্ঠে দম আটকে আসা দীর্ঘশ্বাস নেই,
তাদের গল্পে বিশ্বাসভাঙার দাগ নেই…
কিন্তু আমি যে মানুষকে চাই
তার হাসির ভেতরে লুকানো থাকে এক সমুদ্র চাপা কান্না।
কলকাতার ভিড় রাস্তায়
যে মেয়েটা বাসের জানালার বাইরে তাকিয়ে থাকে চুপচাপ,
হেডফোন কানে, কিন্তু গান শোনে না—
সে শুধু নিজের ভেতরের শব্দগুলোকে ঢাকতে চায়…
আমি তাকে চাই।
যে রাতে সবাই ঘুমিয়ে গেলে
মোবাইলের স্ক্রিনের আলোতে নিজের পুরোনো ছবি দেখে ভাবে,
“আমি কি সত্যিই কারও প্রিয়?”
আমি তাকে চাই।
কারণ স্বর্গের সৌন্দর্যে ইতিহাস নেই,
কিন্তু এই মেয়েটার চোখে গল্প আছে।
ভাঙনের গল্প।
অপেক্ষার গল্প।
নিজেকে শক্ত দেখানোর ক্লান্ত গল্প।
তুমি জানো,
যে মেয়ে হাজার কষ্ট চেপে রেখে বলে “আমি ভালো আছি”
সে মিথ্যে বলে না—
সে শুধু কাউকে বোঝা দিতে চায় না।
এই মেয়েটার ভেতরেই আমি স্বর্গ দেখি।
কারণ সে ভেঙেও ভালোবাসতে জানে।
অবিশ্বাস দেখেও বিশ্বাস করতে চায়।
অবহেলা পেয়েও কারও মাথায় হাত রেখে বলতে পারে,
“কিছু হবে না, আমি আছি।”
স্বর্গের কল্পনার রমণীরা হয়তো কখনও ক্লান্ত হয় না,
কিন্তু এই মেয়েটা হয়—
তবু থামে না।
কারও মা হয়ে, কারও মেয়ে হয়ে,
কারও প্রিয় মানুষ হয়ে—
নিজের কষ্টগুলো আলমারির ভেতর ভাঁজ করে রেখে দেয়।
আমি অনুজ এটা বুঝি—
ভালোবাসা মানে নিখুঁত কাউকে পাওয়া না,
ভালোবাসা মানে
একজন অসম্পূর্ণ মানুষকে বুকে টেনে নিয়ে বলা,
“তোমার ভাঙা অংশগুলোও আমার কাছে সুন্দর।”
স্বর্গ যদি দরজা খুলে বলে,
“এখানে চিরন্তন সৌন্দর্য, কোনো দুঃখ নেই”
তবু আমি ফিরিয়ে দেব।
কারণ দুঃখহীন সৌন্দর্যে গভীরতা নেই।
আমি চাই সেই মেয়েটাকে
যে চুপচাপ কাঁদে,
চুপচাপ সহ্য করে,
তবু কাউকে ভালোবাসলে পুরো হৃদয় দিয়েই ভালোবাসে।
তার চোখে জল আছে—
তাই তার ভালোবাসা সত্যি।
তার মনে ভয় আছে—
তাই তার হাত ধরা মানে দায়িত্ব।
স্বর্গের আলো ঝলমলে হতে পারে,
কিন্তু এই পৃথিবীর এক ক্লান্ত মেয়ের হাসি
তার চেয়েও পবিত্র।
তাই স্বর্গের ঐশ্বরিক সুন্দরীদের মাঝে নয়—
আমি খুঁজি সেই মানুষটাকে
যে ভাঙা মন নিয়েও ভালোবাসতে জানে।
যে নিখুঁত নয়,
কিন্তু সত্যি।
আর সত্যি মানুষকেই আমি চাই।
— অনুজ কুমার পাল
#ভালোবাসা #নারীর_মন #অনুভূতি #কলকাতার_মেয়ে #হৃদয়ের_কথা #EmotionalWriting #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭


