তোমাকে পেলাম না—কেন, বলতে পারো?
তুমি কি সত্যিই এতটাই দুষ্প্রাপ্য,
নাকি আমি-ই জন্মগত অভাগা?
মানুষের জীবনে কিছু না কিছু তো প্রাপ্তি থাকে,
আমার কপালে কেন তবে
শুধু অবহেলার দীর্ঘশ্বাস?
সারাটা জীবন তোমার খুব কাছেই ছিলাম,
তবু তোমাকে পাওয়া হলো না।
তোমার সঙ্গে কত পথ হেঁটেছি,
কিন্তু গন্তব্যটা এক হলো না
হাজারবার তুমি আমার চোখের দিকে তাকালে,
একবারও কি খুঁজে দেখলে না
সে চোখে তোমার জন্য ছড়িয়ে থাকা
নীরব মুগ্ধতা?
সারাটা জীবন তুমি বলেছো হাজারো কথা,
কিন্তু একবারো বললে না —
“ভালোবাসি।
S.B #🥺তোমায় আজও মনে পড়ে💔 #💔একাকিত্ব জীবন💔 #😍আমার পছন্দের স্টেটাস😍 #✍️মন ভাঙার শায়েরি❤️🩹

