যেখানে সব আশা শেষ,
সেখান থেকেই শুরু হয় জগন্নাথ দেবের করুণা।।
তিনি রাজা নন,তিনি দয়ার সাগর।।
তিনি দূরে নন—ভক্তের হৃদয়ের মাঝেই তিনি বিরাজমান।।
স্কন্দ পুরাণ (উৎকল খণ্ড)বলে—“জগন্নাথঃ স্বয়ং বিষ্ণুঃ”
অর্থাৎ জগন্নাথ দেব স্বয়ং শ্রীবিষ্ণু,কলিযুগে ভক্তদের উদ্ধারের জন্য নীলাচলে প্রকাশিত।।
যে একবার ভক্তিভরে বলে—“জয় জগন্নাথ”,
তার অশ্রু হয়ে যায় প্রার্থনা
আর তার কষ্ট হয়ে যায় ভগবানের দায়িত্ব।।
সব ছেড়ে শুধু বলো—জয় জগন্নাথ 🙏
#🙂ভক্তি😊 #🙂ভক্তির সকাল😇 #🙂সনাতন ধর্ম🙏 #💞জয় জগন্নাথ 🙏💞 #😀জয় জগন্নাথ🙏 #viral #Protection #SanatanDharma


