#🙂ভক্তি😊 নিত্যানন্দ ত্রয়োদশী। চৈতন্য চরিতামৃতে বলা আছে, নিতাই কৃপা না পেলে রাধা কৃষ্ণের কৃপা মিলে না।🌿
আর যে নিতাই কৃপা পাওয়ার বাসনায় নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় নেয়, নিত্যানন্দ প্রভু কখনোই সেই ভক্তকে ফেলে দেন না। তিনি অবশ্যই তাকে ভগবানের কৃপা লাভ করান।
তাই আজকের দিনে সবাই বেশি বেশি কৃষ্ণনাম জপ করুন , নিত্যানন্দ প্রভুর অভিষেক করান, অথবা অভিষেক দর্শন করুন।
জয় নিতাই, জয় নিমাই।🌿🌺


