ShareChat
click to see wallet page
search
#সফলা একাদশী #একাদশী #কৃষ্ণ একাদশী #🥰জয় শ্রীকৃষ্ণ🙏 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 ⚜️🔔 #একাদশী_বার্তা_challenge 🔔⚜️ #একাদশী_বার্তা #একাদশী #হরে_কৃষ্ণ *─⊱✼ #পক্ষবর্দ্ধিনী_মহাদ্বাদশী ✼⊰─* ──•❃࿇ #সফলা_একাদশী ࿇❃•──• ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉আজ মঙ্গলবার 15/12/2025 🕉️⚜️🧡 আজ অগ্রহায়ণ মাসের ২৮ তারিখ সোমবার ✧════════•❁❀•════════✧ ╔════ஜ۩۞۩ஜ════╗ ❣ #সফলা_একাদশী ❣ ╚════ஜ۩۞۩ஜ════╝ ✧════════•❁❀❁•════════✧ 📢 কাল 16/12/2025 ইং মঙ্গলবার ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ✤ #পারণ ✤ °°°°°°°°°°°°°°° #পারণ পরের দিন পারণ 17 ই ডিসেম্বর - 2025 ইং বুধবার ৩০ ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ । বুধবার : - 01 . পশ্চিমবঙ্গ : - সকাল 06 : 19 🕓 09 : 45 A.M 02 . নেপাল : - সকাল 06 : 47 🕓 10 : 15 A.M 03 . ভুবনেশ্বর ও উড়িষ্যা 06 : 15 🕠 09 : 53 A.M 04 . বিহার : - সকাল 06 : 26 🕠 09 : 57 A.M 05 . দিল্লি : - সকাল 07 : 07 🕕 10 : 33 A.M 06 . উত্তর প্রদেশ : - সকাল 06 :50 🕖 10 : 18 A.M 07 . বৃন্দাবন : - সকল 07 : 03 🕕 10 : 31 A.M 08 . আগরতলা ত্রিপুরা 06 : 00 🕠 09 : 34 A.M 09 . গুয়াহাটি আসাম 06 : 03 🕠 09 : 34 A.M মঙ্গলবার/12/2025 10 . সিঙ্গাপুর : - সকাল 06 : 58 🕖 10 : 59 A.M •*¨*•.¸¸¸¸.•*¨*•.¸¸¸¸.•*¨*•.¸¸¸¸.•*¨*•.¸¸¸¸.•*¨*• ⊰᯽⊱┈──◑❊◑┈──┈⊰᯽⊱ 💥 একাদশী সংকল্প মন্ত্র : - 💥 ✧════════•❁❀❁•════════✧ একাদশীর দিন ভগবান কৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প নেব : - 👉 একাদশ্যাম্‌ নিরাহারঃ স্থিতা অহম্ অপরেহহনি । ভোক্ষ্যামি পুন্ডরীকাক্ষ স্মরনম্‌ মে ভবাচ্যুত ।। 👉 #অনুবাদ : হে পুন্ডরীকাক্ষ ! হে অচ্যূত ! একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি।🙏 ****************************************** 🏵 #একাদশীর_পারন_মন্ত্র :- ****************************************** 💥 একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর অর্থাৎ, উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র তিনবার ভক্তিভরে পাঠ করতে হয় । এরপর প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত ভাবে দরকার, নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হবে না । আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে । ⚜️এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারন করতে হয় । 💐💐 ≪━━━━━━━━◆❃◆━━━━━━━━≫ •───⊱✦ #পারণ_মন্ত্র ✦⊰───• #একাদশীর_পারণ_মন্ত্র : - 🍁"একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব । প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব" ।।🍁 👉 অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব । প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব ॥ —- (বৃ: না: পু: ২১/২০) 👉 #অনুবাদ : - হে কেশব ! আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি । হে নাথ ! এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন ।🙏 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 🔸আপনি নিজে একাদশী ব্রত পালন করুন । অন্যকে ব্রত পালন করার জন্য উৎসাহ দিন ।🔸 *_━─────⊱❉✸❉⊰──────━_* • 📚🌹 #সফলা_একাদশী_মাহাত্ম্য 🌹📚 ✺ * #সফলা_একাদশী_মাহাত্ম্য * ✺ ⊰᯽⊱┈─────◑❊◑┈─────┈⊰᯽⊱ 🌿 পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম “সফলা” । ব্রহ্মাণ্ড পুরাণে #যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে । যুধিষ্ঠির বললেন-হে প্রভু । পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্যদেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন । #শ্রীকৃষ্ণ বললেন -হে মহারাজ ! আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি । এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দানদক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্নসহকারে এই ব্রত পালন করা কর্তব্য । পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম “সফলা” । নাগদের মধ্যে যেমন শেষ নাগ ,পক্ষীদের মধ্যে যেমন গরুড়,মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ । 🌿 হে মহারাজ ! যারা এই ব্রত পালন করেন,তারা আমার অত্যন্ত প্রিয় । তাদের এজগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় । হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় । মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতি নগরে বাস করতেন । রাজার চারজন পুত্র ছিল । কিন্তু তাঁর জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিল । 🌿 সে সর্বক্ষন ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত । পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন । 🌿 স্ত্রী-পুত্র, পিতা- মাতা, আত্মীয়স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল । সেখানে কখনও জীবহত্যা আবার কখনও চুরি করে জীবন ধারণ করতে লাগল । 🌿 কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল । কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল । পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল । ঐ বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বথ বৃক্ষ ছিল । 🌿 🌿 সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে । সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত । বহুদিন পর তার পূর্বজন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল । 🌿 কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রিযাপন করল । পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল । 🌿 দুপুরের দিকে তার চেতনা ফিরল । ক্ষুধা নিবারণের জন্য সে অতিকষ্টে কিছু ফল সংগ্রহ করল । এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল । রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল । 🌿 সে প্রাণরক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে-‘হে #ভগবান ! আমার কি গতি হবে’ বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ ! আপনি প্রসন্ন হোন’বলে নিবেদন করল । 🌿 এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল । ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন । 🌿 এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল । প্রাতঃকালে আকাশে দৈববাণী হল- হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে । 🌿 সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল । স্ত্রীপুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল । 🌿 অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল । হে মহারাজ ! এভাবে সফলা একাদশী যিনি পালন করেন, তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন । 🌿 এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তাঁরাই ধন্য । তাঁদের জন্ম সার্থক, এতে কোন সন্দেহ নেই । এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয় । 🌹🙏 #রাধে_রাধে_challenge 🙏🌹 #হরে_কৃষ্ণ #রাধে_রাধে 🙏🙏❤️❤️ *🌸 #সফলা_একাদশী🌸* *🌸জয় শ্রীরাধাকৃষ্ণ🌸* ●●●●●●●●●●●●● ┈┉━❀❈🙏🏻❈❀━┉┈ ✧══════•❁❀❁•══════✧ ┄❈❥ًً❀─💗─❀❥ًً❈ ┄ ╲\ | / /╭━━━━ " ҉❤️" ҉-━━━━╮╲\ | / / " ҉❤️" ҉ কৃষ্ণময় জীবন " ҉❤️" ҉- ╱/ | \╲╰━━━━ " ҉❤️" ҉-"━━━━╯╱/| \╲" 🌿 #হরে_কৃষ্ণ_হরে_কৃষ্ণ_কৃষ্ণ_কৃষ্ণ_হরে_হরে । 🌿#হরে_রাম_হরে_রাম_রাম_রাম_হরে_হরে ।। 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ★★ পরবর্তী একাদশী #পুত্রদা_একাদশী 30 ডিসেম্বর মঙ্গলবার ★★#সনাতন_ধর্ম 30/12/2025 মঙ্গলবার ১৪ পৌষ ১৪৩২
সফলা একাদশী - ShareChat