ShareChat
click to see wallet page
search
বিয়েকে জীবনের কোন achievement বা লক্ষ্য বলে আমি মনে করি না। সবাইকে বিয়ে করতেই হবে এমন ও কোন মানে নেই। কিন্তু যখন দুটো মানুষ দুজন দুজনকে ভালোবাসে অথচ বর্ণ,জাতি,সমাজ, স্বজন, প্রথা,নিয়ম, কটুক্তি মন্তব্য, অপমান তাদের মাঝে বিরাট বাঁধা হয়ে দাঁড়ায় তখন সেই সবকিছুকে পিছনে ফেলে নিজেদের ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে বিয়েটা একটা প্রাপ্তি তো বটেই। প্রাপ্তি তো বটেই যখন কাগজে কলমে বিয়ে করার পর ও এই তথাকথিত সামাজিক স্বীকৃতির জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয় ব্যক্তিগত বহু কারণে। আইনত বিবাহিত হয়েও যখন শুনতে হয় -"এটা আসল বিয়ে নয়।"😁 আর একসাথে সংসার করতে শুরু করার পর ও যখন আমার শিক্ষিত পরিচিতদের থেকে শুনতে হয় -"এবার বিয়েটা করে নে তোরা।" 😁 তাদের সবার ওই প্রশ্নবাণ থেকে নিজেদের মুক্ত করার জন্য আমার কাছে এই সামাজিক বিয়ে মুক্তি তো বটেই। এই বিয়ে ওই সিঁদুর টুকুর জন্য হলেও আমরা আবার নতুন করে নিজেদের ভালোবাসার উৎযাপন করার একটা দিন তো পেলাম। ২০২৫ সালে এসে মন্দিরে ঈশ্বরকে সাক্ষী রেখে, আবার তোমার হাতটা ধরলাম। কোনো আড়ম্বর ছাড়াই, কিন্তু ভীষণ গভীর অনুভূতিতে। আবার মনে হলো—সমাজের স্বীকৃতি বড় নয়, বড় হলো বিশ্বাস আর একসাথে থাকার প্রতিজ্ঞা। আবার ভালোবাসার মানুষটিকেই শান্তভাবে, পবিত্রভাবে জীবনসঙ্গী হিসেবে পাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় উৎসব। তারপরও এটা বলতে পারি - "কিছু মানুষের প্রশ্ন, বাঁকা দৃষ্টি, মন্তব্য, অসংবেদনশীলতা কোন দিন শেষ হবার নয়। নিজের জীবন নিজের মতো করে সুন্দর করে বাঁচো। জীবনের বাগান নিজের পছন্দের গাছ দিয়ে সাজাও তা সে ফুল হোক বা কাঁটা গাছ। কিন্তু অন্যজন যে তোমার বাগান এমনিতেই পছন্দ করে না তার কথা ভেবে নিজের বাগানে সাধ করে ছাগল ঢুকিয়ে দিও না।" #এটা_আমাদের_গল্প #life #marriage #bestof2025 #love #husband #lovestory #journey #happy #❤জীবনের কোটস 🖋 #😔বাস্তব বড়ো কঠিন 😔 #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #🤘my_life_my_rule #👩 Girls special স্টেটাস 👩
❤জীবনের কোটস 🖋 - ShareChat