তুমি কাছে থাকলে পৃথিবীটা থেমে যায়। সময়টা যেন শুধু আমাদের জন্য চলে। কিন্তু দূরে থাকলে প্রতিটা মুহূর্ত অসহ্য লাগে। এমনও দিন যায়, যখন শুধু তোমার কণ্ঠ শুনতে ইচ্ছে করে। কিন্তু বলি না, কারণ ভয় পাই—তুমি ব্যস্ত হতে পারো, বিরক্ত হতে পারো। অথচ আমি জানি, তুমিই সেই মানুষ, যার জন্য আমি ভালো থাকার ভান করতে শিখে গেছি, যাকে না দেখেও প্রতিদিন ভালোবাসি।
তোমাকে ছুঁয়ে বলার ইচ্ছে হয়, “তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ।”
জীবন হয়তো সহজ হবে না, হয়তো সবদিন একরকম যাবে না। তবুও, যদি আমার হাত ধরে থাকো, আমি পুরো জীবনটা তোমার পাশে কাটিয়ে দিতে চাই। #হৃদয়ের কথা 😁😁😂 #💕রোম্যান্টিক ডায়ালগ 💕 #💕ভালোবাসা মানেই তুমি💑


