🖤 সীমান্ত থেকে একটি নীরব আহ্বান 🖤
আজ এই লেখাটা আমি কাউকে কাঁদাতে লিখছি না,
সহানুভূতি চাইতেও লিখছি না।
আমি লিখছি— সজাগ করতে।
আমি কোনোদিন ভাবিনি—
যে বাড়ির দরজা বন্ধ করে
দেশের সীমান্ত পাহারা দিতে যাই,
সেই বাড়িটাই একদিন হবে
দুঃসংবাদের শিরোনাম।
আজকের পেপারে আমার নিজের বাড়ির খবর—
“সেনাবাহিনীর কর্মীর বাড়িতে চুরি।”
নাম আছে, ঠিকানা আছে,
কিন্তু যেটা নেই—
সেটা হলো সেই রাতের বুকফাটা কান্নার শব্দ।
আমার স্ত্রী বাড়িতে ছিল না।
সেই সুযোগেই দুষ্কৃতীরা
নিয়ে গেছে কয়েক লক্ষ টাকার গয়না।
কিন্তু যারা ভাবছেন
“গয়না গেলে আবার কেনা যাবে”—
তারা জানেন না,
একজন গৃহবধূর কাছে গয়না মানে কী।
ওটা শুধু সোনা না।
ওটা বাবার কষ্ট,
বিয়ের স্মৃতি,
ভবিষ্যতের স্বপ্ন,
আর মেয়ের জন্য তুলে রাখা আশ্বাস।
আজ আমার স্ত্রীর বিয়ের সব গয়না নেই।
আমার মেয়ের রুপোর জিনিস নেই।
আর সেই শূন্যতার ভেতর দিয়ে
একজন নারী যখন ডিপ্রেশনের পথে হাঁটে—
সেটা কোনো খবরের কাগজে ধরা পড়ে না।
আমি একজন সেনাবাহিনীর কর্মী।
আমি সীমান্তে দাঁড়িয়ে
দেশমাতাকে নিজের মায়ের মতো আগলে রাখি।
আমরা জানি না
দীপাবলি কবে আসে,
দুর্গাপূজা কবে যায়।
স্ত্রী–সন্তানের হাত ধরে
উৎসব মানানোর বিলাসিতা আমাদের নেই।
তবু আমরা বুক ভরে বলি—
“দেশ আগে।”
আমরা বিশ্বাস করি,
আমাদের পরিবার যদি বিপদে পড়ে,
সমাজ পাশে দাঁড়াবে।
পাড়া–প্রতিবেশী দেখবে।
এই বিশ্বাস নিয়েই
চোখের জল গিলে
বর্ডারে দাঁড়িয়ে থাকি।
আজ আমার কষ্টটা এখানেই—
দেশ রক্ষা করতে গিয়ে
যদি একজন সৈনিকের পরিবারই
অনিশ্চয়তার মধ্যে থাকে,
তাহলে এই ব্যথা কাকে বলব?
আমি আজ এটা লিখছি না
নিজেকে বড় প্রমাণ করতে।
আমি লিখছি—
যেন আর কোনো সেনাবাহিনীর কর্মীর বাড়িতে
এমন ঘটনা না ঘটে।
যেন কোনো সাধারণ মানুষের ঘরও
এভাবে নিঃস্ব না হয়।
পুলিশ প্রশাসন তাদের কাজ করবে।
কিন্তু শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে
আমরা সবাই অসহায় হয়ে পড়ব।
আমরা যেমন ৬ ঘণ্টা ডিউটি করি,
ঠিক তেমনই
আপনারাও নিজের পাড়া, গ্রাম, গলির জন্য
প্ল্যান করুন।
নিজেদের ছেলেদের নিয়ে
নীরবে পাহারা দিন।
সিসিটিভি লাগান।
একসাথে থাকুন।
নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে নিন।
আজ এই সীমান্ত থেকে
একজন সৈনিকের অনুরোধ—
দেশকে ভালোবাসা মানে
শুধু স্লোগান না,
দেশকে ভালোবাসা মানে
দেশের মানুষকে রক্ষা করা।
আমি একজন মোটিভেশনাল স্পিকার,
একজন লাইফ কোচ—
কিন্তু আজ আমি আগে একজন সৈনিক।
আর একজন মানুষ।
এই লেখাটা শেয়ার করুন
আমার জন্য না—
আগামীর জন্য।
সচেতনতার জন্য।
দেশের জন্য। 🇮🇳
#😇 चाणक्य नीति #😎 Attitude कोट्स ✍


