একটা নিজের “তুমি” খুঁজতে গিয়ে
আমরা সত্যিই কত কিছুই না হারাই…
কখনো নিজের ঘুম,
কখনো নিজের হাসি,
কখনো সেই পুরোনো নিশ্চিন্ত মানুষটাকে—
যে আয়নার সামনে দাঁড়িয়ে আর কাঁদতো না।
একটা “তুমি”র আশায়
আমরা নিজের অনুভূতিগুলোকে
অন্যের হাতে তুলে দিই,
আর বিনিময়ে পাই
অপেক্ষা… সন্দেহ… নীরবতা।
ভালোবাসতে গিয়ে
অনেক সময়
নিজেকেই ভুলে যাই।
নিজের স্বপ্নগুলো
কারও ব্যস্ততায়
ধীরে ধীরে নিঃশ্বাস হারায়।
তবুও আমরা খুঁজি…
কারণ মানুষের ভেতরে
একটা নীরব শূন্যতা থাকে,
যেটা শুধু
নিজের “তুমি” দিয়েই
ভরাট হতে চায়।
কিন্তু সবচেয়ে বেদনাদায়ক সত্য হলো—
সেই “তুমি”কে খুঁজতে খুঁজতেই
আমরা অনেক সময়
নিজের “আমি”টাকেই হারিয়ে ফেলি।
তাই ভালোবাসো,
কিন্তু নিজেকে মুছে দিয়ে নয়।
কারণ যে নিজের অস্তিত্বটুকু ধরে রাখতে পারে,
সে-ই কাউকে
সত্যিকার অর্থে
ভালোবাসতে পারে।
#নিজেরতুমি #ভালোবাসারখোঁজ #নীরবযন্ত্রণা #হৃদয়েরকথা #ভাঙামন #ভালোবাসারব্যথা #একাকীত্ব #মনেরডায়েরি #বাংলালেখা #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise


