ShareChat
click to see wallet page
search
সাগরের ভিতরটা ককিয়ে ওঠে। আজকাল কোনো নদীর দিকে তাকালে দাদুর সঙ্গে আর একটা দৃশ্যও চোখে পড়ে। ভিটে হারানো মানুষ। এক চিলতে ডাঙার খোঁজে যারা দিনের পর দিন, রাতের পর রাত ভেসেই চলেছে। সাগরের ভয় করে। তার ছোটবেলার বাংলাদেশটা আজও স্পষ্ট। মুখে কালো ফেট্টি, হাতে পিস্তল, ভোজালি। সন্ধ্যার তুলসীমঞ্চে তখন প্রদীপ জ্বলছে। মুখোশধারী লোকগুলো তুলসীমঞ্চে লাথি মেরে বলেছিল, ওপারে হিন্দুরা মসজিদ ভাঙছে বলে এপারে তোদের খুব আনন্দ হচ্ছে, না? #ভাসান_রাত_ও_নাছোড়বান্দা_প্রেম #কলকাতা বইমেলায় স্টল ৬৭০ #📚ভালোবাসার গল্প💑
কলকাতা বইমেলায় স্টল ৬৭০ - ShareChat
00:16