ShareChat
click to see wallet page
search
#🌷भीष्म अष्टमी 🙏 ভীষ্ম অষ্টমী হলো হিন্দু ধর্মের একটি পবিত্র তিথি, যা মাঘ মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। এই দিনটি মহাভারতের মহান বীর পিতামহ ভীষ্মের স্মৃতিতে উৎসর্গীকৃত। 🌸 ভীষ্ম অষ্টমী কী ও কেন পালিত হয় 🛕 ভীষ্ম পিতামহের সঙ্গে সম্পর্ক ভীষ্ম পিতামহ ইচ্ছামৃত্যুর বর পেয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে শরশয্যায় শুয়ে তিনি মাঘ শুক্ল অষ্টমীতে দেহত্যাগ করেন তাই এই দিনটি তাঁর মহাপ্রয়াণ দিবস 🙏 ভীষ্ম অষ্টমীর মাহাত্ম্য পিতৃপুরুষদের মুক্তি ও শান্তির জন্য বিশেষ ফলদায়ক ভীষ্ম ছিলেন ব্রহ্মচার্যের আদর্শ ধর্ম, নীতি ও কর্তব্যের প্রতীক এই দিনে ভীষ্মকে স্মরণ করলে 👉 পিতৃদোষ প্রশমন হয় — এমন বিশ্বাস আছে 🕯️ ভীষ্ম অষ্টমীতে কী করা হয় ১️⃣ স্নান ও সংযম ভোরে স্নান উপবাস বা ফলাহার (সম্ভব হলে) ২️⃣ তিলতর্পণ 🌾 জল + কালো তিল দিয়ে ভীষ্ম পিতামহের উদ্দেশ্যে তর্পণ দক্ষিণমুখে দাঁড়িয়ে করা হয় ৩️⃣ ভীষ্ম প্রণাম সহজ প্রণাম— “ভীষ্মায় নমঃ ধর্মপুত্রায় নমঃ শান্তনয়ায় নমঃ।” ৪️⃣ দান তিল, জল, বস্ত্র, অন্ন দান ব্রাহ্মণ বা দরিদ্রকে দান করা শুভ 🌼 কারা বিশেষভাবে পালন করেন যাঁদের পিতৃদোষ আছে যাঁদের পরিবারে অকালমৃত্যু / বংশগত বাধা ধর্মপথে চলতে ইচ্ছুক ব্যক্তিরা 🗓️ ভীষ্ম অষ্টমী ও সরস্বতী পুজো অনেক বছরেই ভীষ্ম অষ্টমী ও সরস্বতী পুজো কাছাকাছি বা একই দিনে পড়ে— তাই একসঙ্গে পুজো, তর্পণ ও দান করা হয়। #🙏🙏#ভক্তি#🙏🙏...🌺🌺 #🪕জয় মা সরস্বতী 🦢 #🙂ভক্তির সকাল😇 #🥰জয় শ্রীকৃষ্ণ🙏 @Sachin News @শেয়ারচ্যাট ক্রিয়েটার সাপোর্ট @আজকের আপডেট @ShareChat বাংলা @MINTU SINGh
🌷भीष्म अष्टमी 🙏 - ShareChat