ShareChat
click to see wallet page
search
#🙏ভগবান বিষ্ণু🙏 #ভগবান বিষ্ণু #মৎস্য অবতার #🙏বিষ্ণু দেব🙏 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 ⚜️🔔 #জয়_শ্রী_বিষ্ণু_challenge 🔔⚜️ *─⊱✼ #ভগবান_বিষ্ণ ✼⊰─* #মৎস্য_পুরাণ #মৎস্য_অবতার #ভগবান_বিষ্ণুর_প্রথম_অবতার ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ বুধবার 07/01/2026 🕉️⚜️🧡 আজ বুধবার পৌষ মাসের ২২ তারিখ ১৪৩২ ✧════════•❁❀❁•════════✧ পৌরাণিক কাহিনী অনুসারে, মৎস্য অবতার হলো হিন্দুধর্মের পালনকর্তা ভগবান বিষ্ণুর দশ অবতারের (দশাবতার) #প্রথম_অবতার । সত্য যুগের শেষ দিকে যখন মহাপ্রলয় আসন্ন ছিল, তখন পৃথিবী রক্ষা এবং বেদ উদ্ধারের জন্য বিষ্ণু এই রূপ ধারণ করেন । নিচে এই কাহিনীর বিস্তারিত পর্যায়গুলো আলোচনা করা হলো : - ১. বেদ চুরি ও হয়গ্রীব অসুর *************************** সত্য যুগের শেষে যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা ক্লান্ত হয়ে নিদ্রা যাচ্ছিলেন, তখন তাঁর মুখ থেকে পবিত্র চার বেদ নির্গত হয় । এই সুযোগে হয়গ্রীব (ঘোড়ার মতো মাথা বিশিষ্ট এক শক্তিশালী অসুর) বেদগুলো চুরি করে সমুদ্রের অতল গভীরে লুকিয়ে ফেলে । বেদ হারিয়ে যাওয়ার অর্থ হলো সৃষ্টির জ্ঞান হারিয়ে যাওয়া, যার ফলে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হওয়ার উপক্রম হয় । ২. রাজা সত্যব্রত (মনু) ও ক্ষুদ্র মাছ ********************************** দ্রাবিড় দেশের রাজা সত্যব্রত (যিনি পরবর্তীতে বৈবস্বত মনু নামে পরিচিত হন) ছিলেন অত্যন্ত ধার্মিক । একদিন তিনি যখন কৃতমালা নদীতে তর্পণ করছিলেন, তখন তাঁর অঞ্জলিতে একটি অত্যন্ত ছোট মাছ উঠে আসে । * মাছটি রাজাকে অনুরোধ করে তাকে নদীতে না ফেলে রক্ষা করতে, কারণ বড় মাছেরা তাকে খেয়ে ফেলবে । * রাজা দয়াপরবশ হয়ে মাছটিকে তাঁর কমণ্ডলুতে রাখেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাছটি দ্রুত বড় হতে থাকে । ৩. মৎস্যের বিশাল রূপ ধারণ **************************** মাছটি এত দ্রুত বড় হতে শুরু করে যে রাজা তাকে একে একে মটকা, কুয়ো, সরোবর এবং শেষে নদীতে স্থানান্তর করেন । কিন্তু কোনো জায়গাতেই মাছটির সংকুলান হচ্ছিল না । অবশেষে রাজা তাকে সমুদ্রে ছেড়ে দেন । তখন মাছটি পুরো সমুদ্র জুড়ে বিশাল এক রূপ ধারণ করে । রাজা সত্যব্রত বুঝতে পারেন এটি সাধারণ কোনো মাছ নয়, বরং স্বয়ং #ভগবান_বিষ্ণু । ৪. আসন্ন প্রলয়ের সর্তকতা ************************* ভগবান বিষ্ণু তাঁর আসল পরিচয় প্রকাশ করেন এবং সত্যব্রতকে জানান যে, আজ থেকে ঠিক সাত দিন পর মহাপ্রলয় আসবে এবং পৃথিবী জলমগ্ন হয়ে যাবে । * তিনি রাজাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বলেন । * নির্দেশ দেন সেই নৌকায় সমস্ত ওষধি গাছ, বীজ এবং সপ্তঋষিকে তুলে নিতে । ৫. হয়গ্রীব বধ ও বেদ উদ্ধার *************************** প্রলয়ের প্রাক্কালে ভগবান বিষ্ণু মৎস্য রূপেই সমুদ্রের অতল গভীরে প্রবেশ করেন । সেখানে তিনি অসুর হয়গ্রীবের মুখোমুখি হন । * যুদ্ধ : - সমুদ্রের গভীরে দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় । * ফলাফল : - বিষ্ণু হয়গ্রীবকে পরাজিত ও বধ করেন এবং তাঁর পেট থেকে অপহৃত বেদগুলো উদ্ধার করে ব্রহ্মাকে ফিরিয়ে দেন । ৬. প্রলয় থেকে রক্ষা ********************* যখন মহাপ্লাবন শুরু হয়, তখন বিষ্ণুর নির্দেশে রাজা সত্যব্রত ও সপ্তঋষি নৌকায় আরোহণ করেন । ভগবান মৎস্য একটি বিশাল শৃঙ্গ (শিং) ধারণ করেন । রাজা সত্যব্রত বাসুকি নাগকে দড়ি হিসেবে ব্যবহার করে নৌকাটিকে মৎস্যের শৃঙ্গে বেঁধে দেন । * মৎস্য অবতার সেই নৌকাটিকে প্রলয়ের উত্তাল সমুদ্রের ওপর দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান । * এই সময় ভগবান মৎস্য রাজাকে যে আধ্যাত্মিক জ্ঞান দান করেন, তা-ই ইতিহাসে ' #মৎস্য_পুরাণ ' নামে পরিচিত । কাহিনীর তাৎপর্য : - **************** * জ্ঞানের সুরক্ষা : - হয়গ্রীব বধের মাধ্যমে এটি বোঝানো হয়েছে যে, অন্ধকার বা অশুভ শক্তি কখনোই চিরস্থায়ীভাবে জ্ঞান (বেদ) আটকে রাখতে পারে না । * সৃষ্টির ধারাবাহিকতা : - মৎস্য অবতারের মাধ্যমেই পরবর্তী নতুন যুগের ( #ত্রেতা_যুগ ) জন্য প্রাণের বীজ রক্ষা করা সম্ভব হয়েছিল । ***** এই রকম সনাতন শাস্ত্রীয় গল্প পড়তে চাইলে, লাইক, কমেন্ট করে ""সনাতন ধর্ম হিন্দু জাতি """ পেজের সাথে থাকুন । আর শেয়ার করে সকল সনাতনীদের পড়ার সুযোগ করে দিন । আর উপরের লিঙ্কে ক্লিক করে স্টার পাঠিয়ে সাপোর্ট করবেন । এই অনুরোধ রইলো ।***** ***" জয় সনাতন ধর্মের জয় "*** ***" জয় হিন্দু জাতির জয় "*** ___________________*******_________________
🙏ভগবান বিষ্ণু🙏 - মৎস্য অবতার 583 মৎস্য অবতার 583 - ShareChat