আজ সল্টলেক স্টেডিয়ামে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর কখনও না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে মূলত অনুষ্ঠানের দায়িত্বে থাকা বেসরকারি আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থাপনার কারণে। এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কেবলমাত্র আইনানুগ প্রয়োজনীয় অনুমতি দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ।
এছাড়াও উল্লেখযোগ্য যে, সল্টলেক স্টেডিয়াম একটি ফিফা-স্বীকৃত ভেন্যু, যেখানে দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিকমানের বহু অনুষ্ঠান সফলভাবে আয়োজিত হয়েছে। আজ হঠাৎই যে অশান্তি দেখা গেল, তা গুরুতর প্রশ্ন তুলছে বিশেষ করে এমন কিছু দৃশ্য সামনে আসার পর, যেখানে বিজেপি-সমর্থিত কিছু লোককে গেরুয়া পতাকা হাতে উস্কানিমূলক স্লোগান দিতে দেখা গেছে, যা স্পষ্টতই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা এবং বাংলার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের স্বার্থে একটি কমিটি গঠন করেছেন এবং বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্যও রেখেছেন। কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে এবং কারা দায়ী, তা চিহ্নিত করবে। আইনশৃঙ্খলা ভেঙে ইচ্ছাকৃতভাবে বাংলাকে কালিমালিপ্ত করার কোনও অপচেষ্টা বরদাস্ত করা হবে না। #জয় বাংলা #📣টাটকা আপডেট📰 #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #📰রাজ্যের আপডেট📰

