🙏🌼📜 বাংলা সাহিত্যের নবজাগরণের অগ্রদূত 📜🌼
বাংলা সাহিত্যের ইতিহাসে যাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা—
নাট্যকার ও কবি, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
✨ মাইকেল মধুসূদন দত্ত ✨
আজ তাঁর জন্মদিবসে গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই 🙏
যিনি বাংলা কবিতাকে দিয়েছেন নতুন ভাষা,
নতুন ছন্দ, নতুন দিগন্ত 🌿
‘মেঘনাদবধ কাব্য’-এর মাধ্যমে যিনি সাহিত্যে এনেছেন
বিপ্লবী চিন্তা ও শৈল্পিক মহিমা 📖🔥
তাঁর কলমে জন্ম নিয়েছিল সাহসী ভাবনা,
তাঁর লেখায় ধ্বনিত হয়েছে আত্মমর্যাদা ও মানবতার কথা 🌍
আজও তিনি প্রেরণা, আজও তিনি প্রাসঙ্গিক 💫
✒️🖋️ ছড়া-কবিতা 🖋️✒️
ছন্দে ছন্দে ভাঙলে বাঁধন, গড়লে নতুন পথ,
মধুসূদনের কলমে জাগে সাহিত্যের সত্য রথ।
কাল পেরিয়ে আজও বাজে তাঁর অমর গান,
বাংলার প্রাণে চিরকাল থাকবেন তুমি মহান।
🙏 জন্মদিনে বিনম্র শ্রদ্ধা
মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে 🌹
#মাইকেলমধুসূদনদত্ত
#বাংলাসাহিত্য
#অমিত্রাক্ষরছন্দ
#সাহিত্যিকশ্রদ্ধা
#জন্মদিবসশ্রদ্ধাঞ্জলি
#BanglaLiterature
#🙏Have a Good Day #😍আমার পছন্দের স্টেটাস😍


