🌼🙏 যুগাবতার স্বামী বিবেকানন্দ — যুবশক্তির প্রেরণা 🙏🌼
🧡 “উঠে দাঁড়াও, শক্ত হও, দৃঢ় হও”—
এই অমোঘ বাণী আজও আমাদের পথ দেখায়।
ধ্যান, মানবতা আর আত্মশক্তির মিলনে
যিনি জাগিয়েছিলেন এক নবজাগরণ—
তিনি যুগাবতার স্বামী বিবেকানন্দ।
✨ ভারতের আত্মাকে বিশ্বদরবারে তুলে ধরে
মানুষের মধ্যে মানুষ খুঁজে নেওয়ার শিক্ষা দিয়েছিলেন তিনি।
আজ তাঁর জন্মজয়ন্তীতে—
শ্রদ্ধা, প্রণাম আর অঙ্গীকার,
যেন তাঁর আদর্শে গড়ে ওঠে আগামীর প্রজন্ম।
💐গদ্য
যে দর্শন ভয়কে ভেঙে সাহস গড়ে,
যে শিক্ষা হৃদয়ে মানবতাকে জাগায়—
স্বামীজির সেই পথেই হাঁটুক আমাদের যুবসমাজ।
দেশ গড়ার শপথে, মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে—
আজকের দিনটি হোক নবশক্তির আহ্বান।
🎶 ছড়া
উঠো যুবক, জাগো প্রাণ,
স্বামীজির পথে করো যাত্রা মহান।
সেবা, সাহস, জ্ঞানের দীপ,
আলোকিত হোক দেশের প্রতিটি দ্বীপ।
🌸 কবিতা
আকাশ ছুঁতে শেখায় যে স্বপ্ন,
ভয় ভাঙে যে বিশ্বাস—
স্বামীজির আদর্শে গাঁথা থাক
আমাদের প্রতিটি শ্বাস।
মানুষের সেবাই ধর্ম হোক,
এই হোক আজকের অঙ্গীকার।
🙏 যুব দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে—
চলুন, আমরা সবাই মিলে গড়ে তুলি শক্তিশালী ও মানবিক ভারত।
🔖#স্বামী_বিবেকানন্দ
#যুব_দিবস
#উঠে_দাঁড়াও
#যুবশক্তি #🙏Have a Good Day #🙏নমস্কার
#নবজাগরণ
#মানবতা
#প্রেরণা
✨💪🧡


