🌼সব ভালোবাসা জগন্নাথের প্রতি🌼
১৪\০১\২০২৬ইং
বুধবার
ভালবাসার বেড়াজালে, আবৃত আমি।
সেখানেতে আছে, পিঁপড়া থেকে অন্তর্যামী।।
ভাইবন্ধু , পিতামাতা, আত্নীয়স্বজন,
নিজ প্রিয়া আর সাথে আছে অনেকজন।।
ভালবাসা দেই তো , যাকে পাই তাকে,
শেষের দিনে আমার সাথে, সঙ্গী পাব কাকে।।
বৈরাগ্যের রাজ্য মাঝে ছুটব একদা,
মোর প্রভু জগন্নাথ থাকবেন সাথে সদা।।
যখন যাবে শশ্মান ঘাটে, কাঁদিবে তো সবাই,
চোখের জল ফুঁড়িয়ে গেলে দিবে মোরে বাইবাই।।
আত্নীয় পরিজন সবাই তো চলে যাবে,
যখন মোরে মনে হবে , সবাই কাঁদিবে।।
ক্ষণিকের ভালবাসা পেয়ে মসগুল আমি ,
এসব দেখে হাসেন বসে মোর অন্তর্যামী।।
অন্তর্যামী জগন্নাথ, থাক মোর সাথে,
ভালবাসার প্রাধান্য তোমায় দিব সবেতে।।
পরমাত্মা দর্শন যেন, করি সবার মাঝে,
অধম জয়বর্ধন যেন , থাকে ভক্ত কাজে।। #😀জয় জগন্নাথ🙏 #💞জয় জগন্নাথ 🙏💞 #আপনার দিনটি শুভ হোক #🙂ভক্তি😊 #🌾শুভ মকর সংক্রান্তি ২০২৬🪁


