মানুষ সত্যিই পরিবর্তন হয়ে যায়…
কখনও সময় তাকে বদলে দেয়,
কখনও অভিমান,
আর কখনও… কোনো একজন মানুষ।
একসময় যে মানুষটা রাত জেগে কথা বলত,
সে এখন “ব্যস্ত” শব্দটার আড়ালে লুকিয়ে থাকে।
যে একসময় তোমার মন খারাপের শব্দ শুনেই বুঝে যেত—
আজ সে তোমার কান্নার শব্দও মিউট করে রাখে।
পরিবর্তন হঠাৎ আসে না।
ধীরে ধীরে আসে।
প্রথমে কথা কমে,
তারপর গুরুত্ব কমে,
তারপর একদিন তুমি বুঝতে পারো—
তুমি আর তার জীবনের অগ্রাধিকার নও…
শুধু একটি অভ্যাস ছিলে,
যেটা সে ধীরে ধীরে ছাড়তে শিখে গেছে।
সবচেয়ে কষ্টের বিষয়টা জানো?
মানুষ বদলে গেলে সে কখনো স্বীকার করে না যে সে বদলেছে।
সে বলবে—
“তুমি বেশি ভাবছো”
“তুমি আগের মতো নেই”
“সব আগের মতোই তো আছে”
কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো—
আগের মতো কিছুই নেই।
যে মানুষটা তোমার হাসির কারণ ছিল,
সে এখন তোমার চুপ করে থাকার কারণ।
যে মানুষটা একদিন বলেছিল,
“আমি কখনও বদলাবো না”—
সেই মানুষটাই একদিন সবচেয়ে অচেনা হয়ে যায়।
রবীন্দ্রনাথ লিখেছিলেন,
“যাহা কিছু হারায়, তাহাই পাওয়া যায় অন্য রূপে”
কিন্তু সব হারানো কি সত্যিই অন্য রূপে ফিরে আসে?
নাকি কিছু মানুষ শুধু শিক্ষা হয়ে থাকে…
যাদের কাজ ছিল ভালোবাসা শেখানো,
থাকা নয়।
আমি অনুজ এটা বুঝি —
সব মানুষ খারাপ হয়ে যায় না,
কিন্তু সব মানুষ একই রকম থাকে না।
কেউ বদলায় পরিস্থিতির চাপে,
কেউ বদলায় নতুন কারো স্পর্শে,
আবার কেউ বদলায় কারণ সে আর আগের ভালোবাসাটার দায়িত্ব নিতে চায় না।
সবচেয়ে ভয়ংকর পরিবর্তন হলো সেইটা,
যেখানে মানুষটা রয়ে যায়—
কিন্তু তার ভেতরের ভালোবাসাটা আর থাকে না।
তখন সম্পর্কটা বেঁচে থাকে,
কিন্তু অনুভূতিটা মরে যায়।
কথা হয়, কিন্তু টান থাকে না।
হাসি থাকে, কিন্তু উষ্ণতা থাকে না।
আর তুমি একসময় বসে ভাবো—
মানুষটা কি সত্যিই বদলে গেছে,
নাকি আমি দেরিতে চিনেছি তাকে?
হয়তো দুটোই সত্যি।
তাই এখন আমি কাউকে আঁকড়ে ধরি না জোর করে।
যে থাকতে চায়, সে কারণ খুঁজে নেয়।
যে চলে যেতে চায়, সে অজুহাত খুঁজে নেয়।
মানুষ বদলাবে — এটাই স্বাভাবিক।
কিন্তু কেউ যদি বদলে গিয়েও তোমার প্রতি সম্মানটা না বদলায়,
তাহলেই বুঝবে—
সে মানুষটা সত্যি ছিল।
আর যারা বদলে গিয়ে তোমাকে অচেনা বানিয়ে দেয়,
তাদের জন্য কষ্ট পেও,
কিন্তু নিজেকে ভেঙে দিও না।
কারণ তারা তোমার জীবনের গল্পে ছিল—
স্থায়ী চরিত্র না,
একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মাত্র।
শেষ পর্যন্ত মানুষ চলে যায়,
পরিবর্তন থেকে যায়,
আর আমরা শিখে যাই—
ভালোবাসা সুন্দর,
কিন্তু নিজের সম্মান তার থেকেও বেশি মূল্যবান।
— অনুজ কুমার পাল
#মানুষ_বদলে_যায় #ভালোবাসা #বাস্তবতা #অভিমান #অনুভূতি #মনখারাপ #জীবনের_শিক্ষা #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭


