ShareChat
click to see wallet page
search
সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়— তবুও সত্যিটা বলো। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি শাস্তি পায় মিথ্যার সঙ্গে মানিয়ে নেওয়া মানুষগুলো। আর সবচেয়ে নিঃসঙ্গ হয় সত্যিটা বুকে চেপে রাখা মানুষগুলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন— “মানুষের কাছে পর হলেও, সৃষ্টিকর্তার কাছে তুমি তখনই প্রিয়।” এই কথাটা খুব সহজ, কিন্তু মানতে গেলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। অনুজ এটা বুঝি— সত্য বললে সবাই পাশে থাকে না। সত্য বললে মুখ ফিরিয়ে নেয় সেই মানুষগুলোই, যাদের জন্য আমরা সবচেয়ে বেশি চুপ থেকেছি। সত্যটা বললে সম্পর্ক ভাঙে, ভরসা হারায়, ভিড়ের মধ্যে হঠাৎ করে একা হয়ে যেতে হয়। কিন্তু তবুও… সত্যের পাশে দাঁড়ানো মানুষটা নিজের চোখের সামনে নিজের সম্মানটা হারায় না। মানুষ হয়তো ছেড়ে যায়, কিন্তু আত্মাটা আর নিজেকে প্রশ্ন করে না— “আমি কি ভুল ছিলাম?” শ্রীকৃষ্ণ জানতেন, সত্য একা হয়। কিন্তু সত্য কখনো ছোট হয় না। আজ যদি তোমাকে সত্য বলার জন্য ভুল বোঝা হয়, অবহেলা করা হয়, পর করে দেওয়া হয়— তাহলে মনে রেখো, তুমি মানুষের পরীক্ষায় ফেল করলেও ভগবানের পরীক্ষায় পাশ করেছ। আর এই পাশটাই একদিন তোমাকে সবচেয়ে শান্ত ঘুমটা উপহার দেবে। — অনুজ কুমার পাল হ্যাশট্যাগ #সত্যকথা #শ্রীকৃষ্ণেরবাণী #জীবনেরবাস্তবতা #অনুজেরলেখা #আত্মসম্মান #সত্যেরপথ #মনছুঁয়েকথা #RealityOfLife #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
🎁 ShareChat Rewards⭐ - ৫সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্য কথা বলো | কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার शन थरियन। १ ؟ কাছে -ভগবান শ্রীকৃষ্ণ  ৫সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্য কথা বলো | কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার शन थरियन। १ ؟ কাছে -ভগবান শ্রীকৃষ্ণ - ShareChat