তুমি ডাকনামে ডাকলে,
অভিযোগ যাকিছু—সব যায় ভুলে…
কাছে এসে দাঁড়ায়।
কিছু ডাক আছে,
যা নাম নয়…
ভালোবাসার একটুকরো ছোঁয়া।
যে মানুষটা সারাদিন
নিজেকে শক্ত করে রাখে,
সে-ও তোমার দেওয়া
একটা নরম ডাকেই
ভেঙে পড়ে।
রাগ, অভিমান,
অভিযোগের পাহাড়—
সব হঠাৎ করে তুচ্ছ হয়ে যায়
যখন তুমি বলে ওঠো
সেই ছোট্ট নামটা।
রবীন্দ্রনাথ লিখেছিলেন—
“ভালোবাসা শব্দে নয়, অনুভবে।”
আমি অনুজ এটা বুঝি,
তাই জানি…
তোমার সেই একটুকরো ডাকে
লুকিয়ে থাকে
হাজারটা ক্ষমা
আর অগণিত কাছে টেনে নেওয়া মুহূর্ত।
এই পৃথিবীতে সবাই বড় নাম নিয়ে বাঁচে,
কিন্তু কেবল ভালোবাসার মানুষই
তোমাকে ডাকনামে ডাকে—
কারণ সেখানে লুকিয়ে থাকে
অধিকার, মায়া, আর
ভীষণ গভীর আপন ভাবনা।
তাই আজও,
তুমি যখন ডাকো,
আমি আর আমি থাকি না—
আমি হয়ে যাই
তোমার একান্ত নিজের মানুষ।
…আর তখন
সব অভিযোগ থেমে গিয়ে
শুধু ভালোবাসাই
কাছে এসে দাঁড়ায়।
— আমি অনুজ এটা বুঝি
অনুজ কুমার পাল
#Hashtags
#ডাকনাম #ভালোবাসারভাষা #AnujPaul #অনুজকুমারপাল #HeartTouching #BengaliLove #RelationshipFeels #DeepLove #EmotionalWriting #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise


