ShareChat
click to see wallet page
search
পাথর খাদান নিয়ে বিজ্ঞপ্তি জারি #📰জেলার আপডেট📰 #📰রাজ্যের আপডেট📰
📰জেলার আপডেট📰 - বজ্ঞাপ্ত নয়ে পখরখদন NEWS -EI ؟١ তৃণমূল সাংসদ এ-ও বলেন, "আমি গত দু'মাস ধরে এর উপর কাজ করেছি / আজ সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রীর দফতর থেকে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ৩১ মার্চের আগে সব কাজ চালু করে ২৫ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে " তার ওই ঘোষণার দিন কয়েক পরেই বাঁকুড়ার ১৭টি পাথর খাদান নিয়ে বিজ্ঞপ্তি জারি করল সরকার/ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি / U পরে দু'সপ্তাহের মধ্যে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে খাদানের কাজ শুরু হবে| @monoo বজ্ঞাপ্ত নয়ে পখরখদন NEWS -EI ؟١ তৃণমূল সাংসদ এ-ও বলেন, "আমি গত দু'মাস ধরে এর উপর কাজ করেছি / আজ সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রীর দফতর থেকে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ৩১ মার্চের আগে সব কাজ চালু করে ২৫ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে " তার ওই ঘোষণার দিন কয়েক পরেই বাঁকুড়ার ১৭টি পাথর খাদান নিয়ে বিজ্ঞপ্তি জারি করল সরকার/ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি / U পরে দু'সপ্তাহের মধ্যে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে খাদানের কাজ শুরু হবে| @monoo - ShareChat