ShareChat
click to see wallet page
search
🌼ভক্তি জীবনে দেবী সরস্বতীর অপরিসীম গুরুত্ব🌼 ভক্তি জীবন কেবল আবেগ নয়—ভক্তি হলো শুদ্ধ জ্ঞান,সঠিক উপলব্ধি ও নিষ্কলুষ চেতনার সাধনা।। আর এই শুদ্ধ জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হলেন মাতা সরস্বতী।। 🔹সরস্বতী দেবী হলেন বিদ্যা, বাক্‌শক্তি ও স্মৃতির অধিষ্ঠাত্রী।। ভক্ত যদি শাস্ত্র পাঠ করে কিন্তু বোঝার ক্ষমতা না থাকে, তবে সেই পাঠ ফলপ্রসূ হয় না।। সরস্বতী দেবীর কৃপায়ই শাস্ত্রের তত্ত্ব হৃদয়ে উপলব্ধ হয়।। 📖“সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।।”—সরস্বতী স্তোত্র 🔹ভগবানের নামকীর্তনেও সরস্বতী দেবীর কৃপা অপরিহার্য।। নাম উচ্চারণে শুদ্ধতা,মন্ত্র জপে একাগ্রতা ও বাক্যের পবিত্রতা—এই সবই সরস্বতী তত্ত্বের অন্তর্ভুক্ত।। 📖“বাক্‌ দেবী সরস্বতী সর্ববিদ্যা প্রদানায়ৈ।।”—পদ্ম পুরাণ ভক্তির পথে অজ্ঞানই সবচেয়ে বড় বাধা।। 📖“অবিদ্যা কামকর্মাণি ত্রিগুণাত্মিকা।।” —শ্রীমদ্ভাগবতম (১১.৩.৪৩) এই অবিদ্যা দূর না হলে ভক্তি বিশুদ্ধ হয় না। সরস্বতী দেবী সেই অবিদ্যা নাশ করে ভক্তিকে শুদ্ধ করেন।। 🔹সরস্বতী দেবী ভক্তিকে কৃষ্ণমুখী করেন।। তিনি কেবল জাগতিক বিদ্যার দেবী নন—তিনি পরাবিদ্যার প্রকাশিকা, যা ভগবানের শরণাগতি ও প্রেমময় ভক্তির দিকে নিয়ে যায়।। 📖“যয়া ভগবান্‌ সমারাধ্যঃ।।” —বিষ্ণু পুরাণ ভক্তি জীবনে শিক্ষা: যে ভক্ত নম্রতা, শুদ্ধ বাক্য, শাস্ত্রসম্মত চিন্তা ও একাগ্রতা অর্জন করতে চান—তার জীবনে সরস্বতী দেবীর কৃপা অত্যাবশ্যক।। “হে মাতা সরস্বতী, আমাদের বাক্যকে পবিত্র করুন,বুদ্ধিকে শুদ্ধ করুন এবং ভক্তিকে নিখাদ করে তুলুন—যাতে আমাদের জীবন ভগবানের চরণে সমর্পিত হয়।।” জয় মা সরস্বতী || হরিবোল🙏🏻 #viral #fyp #BMW #hinduism #😍আমার পছন্দের স্টেটাস😍 #🙌শুভকামনা #saraswati puja #🙏#জয় মা সরস্বতী"🙏 #🙏জয় মা সরস্বতী🙏
😍আমার পছন্দের স্টেটাস😍 - Its Rani official Its Rani official - ShareChat