ShareChat
click to see wallet page
search
#🚌ভয়ঙ্কর দুর্ঘটনা, খাদে বাস পড়ে মৃত একাধিক⚠️
🚌ভয়ঙ্কর দুর্ঘটনা, খাদে বাস পড়ে মৃত একাধিক⚠️ - আলমোড়ায় খাদে পড়লো বাস, সাত জনের মৃত্যু @newtong2s Cliq India Bangla আ লমোড়া, ৩০ ডিসেম্বর (হিস ): উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় খাদে পড়ে গেল যাত্রিবাহী বাস | মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে| আহত কমপক্ষে ১১ জন| পুলিশ সূত্রে জানা গেছে) সরকারি বাসটিতে ১৯-২০ জন যাত্রী ছিলেন| রামনগরের দিকে যাচ্ছিল বাসটি| মাঝ পথে ভিকিয়াসেন এলাকায় নিয়ন্ত্রণ হারান চালক] বাসটি গভীর খাদে পড়ে গিয়ে উল্টে যায়| খবর ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা পেয়ে বাহিনী| আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে| স্থানীয়রা আলমোড়ায় খাদে পড়লো বাস, সাত জনের মৃত্যু @newtong2s Cliq India Bangla আ লমোড়া, ৩০ ডিসেম্বর (হিস ): উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় খাদে পড়ে গেল যাত্রিবাহী বাস | মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে| আহত কমপক্ষে ১১ জন| পুলিশ সূত্রে জানা গেছে) সরকারি বাসটিতে ১৯-২০ জন যাত্রী ছিলেন| রামনগরের দিকে যাচ্ছিল বাসটি| মাঝ পথে ভিকিয়াসেন এলাকায় নিয়ন্ত্রণ হারান চালক] বাসটি গভীর খাদে পড়ে গিয়ে উল্টে যায়| খবর ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা পেয়ে বাহিনী| আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে| স্থানীয়রা - ShareChat