ShareChat
click to see wallet page
search
বৃহস্পতিতেও রেকর্ড ঠান্ডা! দক্ষিণবঙ্গে আর কতদিন শীত? জানাল আবহাওয়া দপ্তর বহু বহু বছর পর দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এমন শীত দেখে বেজায় খুশি শীতপ্রেমীরা। এদিকে ঠান্ডার দাপট আপাতত কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই থাকবে আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যে রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা মোটের উপর একই থাকবে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে শুক্রবার থেকে সেই চিত্র বদলাবে। তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ বীরভূম ও পশ্চিম বর্ধমানে আগামিকালও শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। শীতল দিনের সতর্কতা রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। আপাতত ১২ জানুয়ারি পর্যন্ত শীতের দাপট একই রকম থাকার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বা তার বেশি কম, অর্থাৎ 'শীতল দিন'এর পরিস্থিতি থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কথস বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। অধিক কুয়াশার জেরে সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাই কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা।এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather উত্তরবঙ্গে আট জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে। কিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু'টি স্থানে শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর বলছে,দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা ও দিনের তাপমাত্রাও মোটামুটি স্বাভাবিকের নিচেই থাকবে। #📈লেটেস্ট আপডেট📰 #📰রাজ্যের আপডেট📰 #📰আবহাওয়ার আপডেট📰 #📰দেশের আপডেট📰
📈লেটেস্ট আপডেট📰 - ShareChat