শুভ জন্মদিন
অমিত দন্ডপাট
মা যখন প্রেমিকের হাতধরে চলে গেলো
তখন আমি সিক্সটিন
দোরগড়ায় দীপাবলীর অমাবস্যা
অনেক কাছ থেকেই অনুভব করলাম
তারপরে ঘরে আর কনোদিন প্রদীপ জ্বলেনি
কত অমাবস্যা কেটে গেছে চাঁদ দেখা হয়নি আমার
হঠাৎ একদিন বাবা হাতে পেকেট
থামিয়ে ক্ষীন স্বরে বলে উঠলেন হ্যাপি বার্থডে বাবু
খনিকের জন্য চোখের আলো হারালাম
মনে পড়ে গেল সেই বস্তি বাড়ির কথা
আমাদের সেই টালির ছাদে তখন জ্যোৎস্না খেলা করতো
মা পেতে দিতেন আসন আমি বাবু হয়ে বসতাম
সে চন্দনের টিপ কাটা হয়নি আর কোনদিন
ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেনি কেউ
বাবা এখন বৃদ্ধ আমাদের অভাব মিটেছে চিরতরে দু কামরার ঘর হয়েছে বড় বড়
আজ সবাই এসেছে জন্মদিনের শুভেচ্ছা জানাতে
জানায়নি শুভেচ্ছা মা ......... #😊সেরা কবিদের কবিতা✍️

