বৃষ্টির জলে আজ ভিজে যায়,
শৈশবের স্বপ্ন কাগজের নৌকা,
ছোট্ট হাতের ভাঁজে গড়া,
ছোট্ট বেলার আনন্দে ভরা ,
স্বপ্নের ভেলা আর সকল খেলা।
জলধারার স্রোতে দুলে দুলে,
অজানা পথে ছুটে চলে,
কোথায় যাবে, কে জানে তা—
তবু মনে জাগে আশার আলো।
কাগজের নৌকা ভাসে নদীতে,
শিশুর হাসি মিশে যায় স্রোতে,
স্মৃতির খাতায় রঙিন ছবি,
শৈশবের গান বাজে হৃদয়ে।
নৌকা ভাসে, মনও ভাসে,
অচেনা স্বপ্নের দেশে দেশে,
কাগজের নৌকা শেখায় আমায়—
ছোট্ট ভাঁজে লুকায় মহাকাব্য।
#📝আমার লেখা কবিতা✍ #📝আমার কথা - আমার কবিতায়😊 #📜বঙ্গ সাহিত্য📜 #🌟All About স্পটলাইট🌟


