বিশ্বাস মানুষের সবচেয়ে স্পর্শকাতর অনুভব,
যার উপর ভর করেই সম্পর্ক দাঁড়িয়ে থাকে।
একটু অসতর্কতায় সেই ভরসার জায়গায় ফাটল ধরে।
বিশ্বাস ভাঙলে শব্দ লাগে না,
নীরবতাই যথেষ্ট হয়ে যায়।
আগের মতো করে জোড়া লাগালেও
ভেতরের ঘাটতিটা থেকেই যায়।
কারণ বিশ্বাস দ্বিতীয়বার ফিরলে
আর আগের মতো নির্ভার থাকে না।
সন্দেহ এসে পাশে বসে,
প্রতিটি কথাকেই প্রশ্ন করে।
এই জন্যই বিশ্বাস রক্ষা করা সবচেয়ে বড় দায়িত্ব।
❤️🩹😊💯 #❤জীবনের কোটস 🖋 #😔বাস্তব বড়ো কঠিন 😔 #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #Reality Of Life #🙂জীবনের শিক্ষা📝


