আমি জীবনে অনেক কষ্ট পাইছিলাম… বেশিরভাগই কষ্টের কারণ সময়ের সাথে সাথে ভুলে গেছি।
কিন্তু একটা কষ্ট আজও আমার কাছে কেমন জানি লাগে—
সেটা হলো “অকারণে, অগোচরে সম্পর্ক হারানো।”
ব্যাপারটা হলো...কিছু মানুষ থাকে, যাদের সাথে আমাদের কোনো নামের সম্পর্ক থাকে না—
না প্রেম, না বন্ধুত্ব—
তবুও তারা যেন এর থেকেও বেশি কাছের হয়ে যায়।
হঠাৎ একদিন বুঝতে পারি, তাদের কোনো পোস্ট আর দেখছি না…
আইডি সার্চ করে দেখি—
আমি নাকি আর তাদের ফ্রেন্ড লিস্টেই নেই।
হয়তো আনফ্রেন্ড, নয়তো ব্লক।
ব্যাপারটা যতটা সহজ দেখায়, কিন্তু আমার ভেতরে ততটাই গভীর লাগে।
মাঝে মাঝে এখনো পুরনো চ্যাট, পুরনো ছবি, পুরনো কমেন্ট দেখে ভাবি—
কি সুন্দর একটা বোঝাপড়া ছিলো আমাদের!
তবুও তারা একদিন সিদ্ধান্ত নিলো,
আমাকে নিঃশব্দে তাদের জীবন থেকে মুছে ফেলার।
আর আমি জানতেও পারলাম না—
কেন? কী ভুলে? কোন কারণে?
সবচেয়ে কষ্টের জায়গা টা তো এখানেই লাগে…
যে কারণটা আর কখনোই জানা হবে না।
আর জানতেও পারবো না।🗿🥀🖤 #broken heart #life hurts 💔🥺 #Reality Of Life #ツ꧁trนē liຖēŞ༒࿐🙂🙂 #😔বাস্তব বড়ো কঠিন 😔


