হৃদয়-গাছে ফুল ফুটেছে ওগো মোর
মাতা পিতা কালী-কেষ্ট ক্ষ্যাপা,
তোমাদের ওই চরণ তলে ঝরিবে বোলে
ফুলের এই সৃষ্টিকর্তা বিশ্ব বিধাতা
দাও গো মোর মাতা পিতা পাতিয়া ওই চরণ যুগল
মোর বক্ষ মাঝারে,
আমি যতন করে দেবো গো
তোমাদের ওই রাঙা চরণ সাজিয়ে
বিধাতার একি লীলা দিচ্ছে এই অশ্রু গঙ্গা
মোর দু নয়ন ঝরিয়ে,
অঝোর ধারার অশ্রু গঙ্গা পড়বে বলে
তোমাদের ওই চরণ যুগলে।
দাও গো মোর মাতা পিতা চরণ বাড়িয়ে
মোর বক্ষ মাঝারে,
আমি যতন করে দেবো গো এই গঙ্গা দিয়ে
ওই রাঙা চরণ ধোয়াইয়ে।
সেই তো মোর মন ময়না গান ধরেছে মাতা পিতার
ধারা অশ্রু দিয়ে,
সবিশেষে করি প্রার্থনা জগতের করুণা সিন্ধু রূপে
মোর কালী-ক্ষ্যাপা কে।।
_ _ _ _ _ _ _ _ _ _
. .....🌺🌺🌺.( পাগল সহায় অধম ).🌺🌺🌺.. #🙂ভক্তি😊


