ShareChat
click to see wallet page
search
ঈশ্বর কণা! তন্ময় সিংহ রায় [গহীন রাত— বস্তুজগতে আমি আনমনা। ভগবান তো দেখিনি, দেখেছি ‘ঈশ্বর কণা!’] ২৩ জানুয়ারি— আজ ফুল দেওয়ার দিন নয়, আজ মাথা নত করারও দিন নয়। কারণ কিছু জন্মদিন মালায় নয়, মেরুদণ্ডে ধরা পড়ে। তিনি এসেছিলেন ভিড় বানাতে নয়, মানুষ জাগাতে। যে মানুষ বুকের ভেতর দেশটা বহন করে, স্লোগান-ভাষনে নয়। নেতাজি কোনো ছবি নন যাকে নির্দিষ্ট দিনে দেয়াল থেকে নামানো হয়। তিনি এমন এক নীরব শক্তি, যা আজও মাথা সোজা করে দাঁড়াতে শেখায়। তিনি জানতেন— স্বাধীনতা কোনো অনুষ্ঠান নয়, এটা প্রতিদিনের দায়। তাই তাঁর উপস্থিতি আজও প্রয়োজন, কারণ কিছু আদর্শ সময় পেরোয় না। এই দিনে দেশটা নতুন করে হৃদয়ের মধ্যে দাঁড়ায়— কোনো শোরগোল ছাড়াই, কিন্তু দৃঢ়ভাবে। ২৩ জানুয়ারি শুধু স্মরণ নয়— এটা সাহসের পুনর্জন্ম। যেখানে ফুল নয়, ভবিষ্যৎ তৈরি হয়। কিছু মানুষ আদর্শকে ব্যবহার করে বিশেষ দিনের জন্য, বাকি দিনগুলোতে আদর্শটাই তাদের ব্যবহার করে। কিছু শ্রদ্ধা ফুলে মোড়া থাকে, তাই তার গন্ধ মরে যায়। আর কিছু নীরবতা এত নিখুঁত অভিনয় করে— সেটাই সবচেয়ে জোরে কথা বলে। কিছু স্মরণ সময় মেনে আসে, কিন্তু সাহস ক্যালেন্ডার মানে না। #🙏নমস্কার #📜বঙ্গ সাহিত্য📜 #📢শেয়ারচ্যাট স্পেশাল #🙏Have a Good Day #🙏নেতাজি জন্ম জয়ন্তী💐
🙏নমস্কার - ShareChat