ShareChat
click to see wallet page
search
শীত ভুলে যান, এবার ঝেঁপে আসছে বৃষ্টি! রাত পোহালেই আবহাওয়ার 'ডিগবাজি'কিছুটা কমেছে শীতের কাঁপুনি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফের কবে পারা পতন? কি বলছে আবহাওয়া দপ্তর?আগামীকালের সম্পূর্ণ পূর্বাভাস জানুন। দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে পারদ ধীরে ধীরে চড়বে। তীব্র শীতের আমেজ কমেছে। তবে এই চিত্র বদলে যাবে শীঘ্রই। মঙ্গলবার থেকে ফের পারদপতনের পালা। নতুন করে নামবে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে পরবর্তী দু'দিনে। আগামী সপ্তাহের শুরুতে ফের বাড়বে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়ছে। আগামী সপ্তাহে ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ফের ঠান্ডা হাওয়া সমতলে নামবে। শীত বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। মূলত নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সতর্কতা রয়েছে। সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather উত্তরবঙ্গে (North Bengal Weather) শীতের আমেজ বাড়ছে সমানে। তা আরও বাড়বে আগামীকাল থেকে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস। রবিবার থেকে ধীরে ধীরে দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতনের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।ঘন কুয়াশার কড়া সতর্কতা উত্তরে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার কারণে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। #📈লেটেস্ট আপডেট📰 #📰রাজ্যের আপডেট📰 #📰দেশের আপডেট📰 #📰আবহাওয়ার আপডেট📰
📈লেটেস্ট আপডেট📰 - শীত' ভুলে যান, এবার ঝেঁপে আসছে বৃষ্টি!রাত পোহালেই আবহাওয়ার 'ডিগবাজি' বিস্তারিত ক্যাপশনে LATESTUPDATES LIVE LIVE 18:00 IST LATEST UPDATES LATEST UPDATES LATESTUPDATES LATEST UPDATES LATESTUPI শীত' ভুলে যান, এবার ঝেঁপে আসছে বৃষ্টি!রাত পোহালেই আবহাওয়ার 'ডিগবাজি' বিস্তারিত ক্যাপশনে LATESTUPDATES LIVE LIVE 18:00 IST LATEST UPDATES LATEST UPDATES LATESTUPDATES LATEST UPDATES LATESTUPI - ShareChat