দুপুর শুধু একটি সময় নয়, এটি দিনের এমন এক মুহূর্ত যখন ক্লান্তি আর প্রশান্তি পাশাপাশি থাকে। সকালটা ব্যস্ততায় কেটে গেলেও, দুপুর যেন একটু থেমে নিজেকে ফিরে দেখার সুযোগ দেয়। এই সময়টায় একটুখানি শুভেচ্ছা, একটুখানি ভালোবাসার বার্তা কারো মুখে হাসি এনে দিতে পারে, হালকা করে দিতে ভারক্লান্ত মনকে।
#🙏শুভ দুপুর


