ShareChat
click to see wallet page
search
💞👹👹💞​ছায়া চুরি ও রাজকুমারী লিলি ​ অন্ধকার যখন ঘন হয়ে আসে, মিস্ট্রিয়া রাজ্যের প্রাসাদে তখন অদ্ভুত এক নীরবতা নামে। এই রাজ্যের নিয়ম অন্যরকম। এখানে সূর্য ডুবলে কেউ মোমবাতি জ্বালায় না, কেউ আলো জ্বালে না। কারণ, মিস্ট্রিয়া রাজ্যের মানুষেরা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদটি হারিয়ে ফেলেছে—তাদের 'ছায়া'। ​ রাজকুমারী লিলি প্রাসাদের একদম উপরের তলায় তার ঘরে একা বসে ছিল। জানলার বাইরে রূপালী চাঁদ হাসছে, কিন্তু লিলির ঘরের মেঝেতে কোনো ছায়া নেই। তার নিজের শরীরের কোনো প্রতিচ্ছবি মেঝেতে পড়ে না। লিলি আয়নার সামনে দাঁড়াল। আয়নায় তাকে দেখা যাচ্ছে—তার বড় বড় বাদামী চোখ, রেশমি চুল আর বিষণ্ণ মুখ। কিন্তু পায়ের নিচে সেই চিরচেনা কালো অবয়বটা উধাও। ​ লিলি তার ড্রয়ার থেকে একটি ছোট মখমলের ব্যাগ বের করল। ব্যাগটা খুলতেই ভেতর থেকে মৃদু নীল রঙের একটা ধোঁয়া বেরিয়ে এল। লিলি ফিসফিস করে বলল, "আজ কার ছায়া এনেছি আমি?" ​ ব্যাগটার ভেতর থেকে ছোট ছোট কিছু নড়াচড়া শোনা গেল। লিলি সাবধানে একটা কাঁচের স্লাইড বের করল। সেখানে আটকে আছে একটি ছোট বিড়ালের ছায়া। বিড়ালটি প্রাসাদের মালির ছিল। লিলি যখন কাল বিকেলে বাগানে হাঁটছিল, তখন তার হাতের জাদুকরী কাঁচি দিয়ে টপ করে বিড়ালের ছায়াটা কেটে ব্যাগে ভরে ফেলেছিল। ​ লিলি জানে এটা অন্যায়। কিন্তু তার কোনো উপায় নেই। মিস্ট্রিয়া রাজ্যের রাজকুমারীদের যদি নিজস্ব ছায়া না থাকে, তবে আঠারো বছর পূর্ণ হওয়ার রাতে তারা পাথরের মূর্তি হয়ে যায়। লিলির আঠারো পূর্ণ হতে আর মাত্র সাত দিন বাকি। ​হঠাৎ ঘরের দরজায় টোকা পড়ল। "রাজকুমারী, রাজা মশাই আপনাকে এখনই ডাকছেন। সেনাপতি এক অদ্ভুত খবর নিয়ে এসেছেন," বাইরে থেকে প্রধান পরিচারিকার গলা ভেসে এল। ​ লিলি দ্রুত ব্যাগটা লুকিয়ে ফেলল। তার বুক ধড়ফড় করছে। কেউ কি জেনে ফেলল যে রাজকুমারী নিজেই একজন 'ছায়া চোর'? নাকি বনের ওপারের সেই ভয়ংকর 'ছায়া খাদক' ডাইনিটা আবার ফিরে এসেছে? ​দরজা খুলতেই লিলি দেখল সেনাপতি দাঁড়িয়ে আছেন, তার মুখ ফ্যাকাশে। "রাজকুমারী," সেনাপতি নিচু স্বরে বললেন, "রাজধানীর সব শিশু আজ সকালে ঘুম থেকে উঠে দেখছে তাদের ছায়াগুলো আর কালো নেই... সেগুলো রক্তবর্ণ লাল হয়ে গেছে। আর যারা লাল ছায়া ছুঁয়েছে, তারা সবাই গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে।" ​ লিলি চমকে উঠল। সে তো শুধু ছায়া চুরি করছিল নিজেকে বাঁচাতে, কিন্তু এই 'লাল ছায়া'র রহস্য কী? তবে কি মিস্ট্রিয়া রাজ্যে তার চেয়েও বড় কোনো বিপদ ওত পেতে আছে? #☪ইসলামিক জ্ঞানের আলো ☪ #🌸জয় মা কালী🙏 #🥰জয় শ্রীকৃষ্ণ🙏 #🙏ওম নম:শিবায়🔱 #🐒বজরংবলীর অপার লীলা🙏