ডিয়ার প্রাক্তন,
তোমাকে পাওয়ার জন্য আমি যুদ্ধেই নেমেছিলাম,
কিন্তু যুদ্ধক্ষেত্রের শেষ প্রান্তে এসে বুঝলাম—
আমি শত্রুর সাথে না, নিজের বিশ্বাসের সাথেই লড়ছিলাম।
যে হাতটা ধরে ভেবেছিলাম একসাথে ভবিষ্যৎ আঁকবো,
সেই হাতই নীরবে অন্য দরজার কড়া নাড়ছিল।
আমি ভেবেছিলাম তুমি আমার মানুষ,
তুমি প্রমাণ করলে—আমি ছিলাম শুধু তোমার একটা অপশন।
আমি শতবার বলেছিলাম,
“ওদের থেকে দূরে থাকো, ওরা তোমার ভাল চায় না।”
তুমি মাথা নেড়েছিলে,
কিন্তু হৃদয়টা রেখে দিয়েছিলে সেখানেই—
যেখানে আমার জন্য জায়গা ছিল না কখনও।
ভালোবাসা তখনই অপমানিত হয়
যখন একজন সৎ থাকে আর অন্যজন চতুর।
আমি সরল ছিলাম,
কারণ আমি সম্পর্ককে যুদ্ধ না, আশ্রয় ভাবতাম।
আর তুমি সম্পর্ককে রাখলে খেলার বোর্ডে—
যেখানে রাজা-রানী বদলাতে সময় লাগে না।
আজ বুঝি,
তুমি আমাকে হারাওনি,
তুমি হারিয়েছো এমন একজন মানুষকে
যে সত্যিই তোমাকে নিজের ভেবেছিল।
রবীন্দ্রনাথ লিখেছিলেন,
“যে মোরে দেবে না ভুলিতে, আমি তাকে ভুলিব কেমনে” —
কিন্তু দেখো, আমি শিখে গেছি।
ভুলে যাওয়া মানে মুছে ফেলা না,
ভুলে যাওয়া মানে—স্মৃতিকে আর হৃদয়ের সিংহাসনে না বসানো।
তোমার সাথে কাটানো সময়গুলো
এখন আর কষ্ট দেয় না,
শুধু অবাক করে—
আমি এত অন্ধ ছিলাম কীভাবে?
আমি অনুজ এটা বুঝি,
ভালোবাসা ভিক্ষা চেয়ে পাওয়া যায় না।
যে থাকতে চায় না, তাকে ধরে রাখার মানে
নিজেকে ছোট করা।
তুমি যাদের জন্য আমাকে হারালে,
একদিন দেখবে তারা তোমাকে সেই সম্মান দেবে না
যেটা আমি নীরবে প্রতিদিন দিয়েছি।
কারণ ভালোবাসা আর মনোযোগের পার্থক্য
সবাই বোঝে না।
তবু তোমার জন্য অভিশাপ নেই।
কারণ তুমি আমাকে একটা বড় শিক্ষা দিয়েছো—
ভালোবাসার আগে আত্মসম্মান।
একদিন তুমি হয়তো বুঝবে
যে মানুষটা চুপচাপ সহ্য করছিল,
সে দুর্বল ছিল না—
সে সত্যিই ভালোবাসত।
আর আমি?
আমি এখন আর কারও জন্য যুদ্ধ করি না।
যে পাশে হাঁটতে চায়, সে নিজেই এসে দাঁড়ায়।
জোর করে পাওয়া মানুষ
কখনও হৃদয়ে থাকে না।
তুমি ভালো থেকো,
কারণ আমি এখন নিজের ভাঙা জায়গাগুলো জোড়া দিচ্ছি—
ধীরে, কিন্তু শক্তভাবে।
এবার আর কাউকে প্রমাণ দিতে নয়,
শুধু নিজের জন্য বাঁচবো।
— অনুজ কুমার পাল
#প্রাক্তন #ভালোবাসার_শিক্ষা #আত্মসম্মান #মনভাঙা #নতুনশুরু #অনুভূতি #🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐ #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise


